Connect with us
ফুটবল

মাঠে ফিরেই মেসির গোল, নিশ্চিত করলেন কোয়ার্টার ফাইনাল

Lionel Messi in Inter Miami
লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

বেশ কিছুদিন যাবতই মাঠে দেখা যাচ্ছিল না লিওনেল মেসিকে। তার বড় কোন ইনজুরি না থাকলেও পেশির অস্বস্তির কথা জানিয়েছিলেন দলটির কোচ। আর তাই গেল তিন ম্যাচ মাঠেই নামা হয়নি এই আর্জেন্টাইন তারকার। অবশেষে ইন্টার মায়ামির হয়ে মাঠে ফিরলেন মেসি; আর প্রত্যাবর্তনেই করলেন গোল।

গতকাল বৃহস্পতিবার রাতে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোতে জ্যামাইকার দল ক্যাভালিয়ের এফসির বিপক্ষে মেসি দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন। তার আগে লুই সুয়ারেজের পেনাল্টি গোলে এগিয়ে ছিল ইন্টার মায়ামি। মেসির মাঠে নামার সঙ্গে সঙ্গেই দর্শকদের উন্মাদনা চরমে পৌঁছায়।

৯০তম মিনিটে মেসি তার জাদুকরি ছোঁয়া দেখান। সান্তিয়াগো মোরালেসের থ্রু বল পেয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের আলতো টাচে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে পাঠান তিনি। এই গোলে ম্যাচ শেষ হয় ২-০ ব্যবধানে। দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে জিতে ইন্টার মায়ামি কোয়ার্টার ফাইনালে পৌঁছায়।


আরও পড়ুন:

» চ্যাম্পিয়ন্স লিগ : কোয়ার্টারে দলগুলোর প্রতিপক্ষ ও ম্যাচের সূচি

» তিনটি আসরের প্রশিক্ষণের জন্য বাজেট ৫০ কোটি টাকা


মেসির ফিরে আসা এবং গোল দর্শকদের জন্য ছিল বিশেষ উপহার। জ্যামাইকার জাতীয় স্টেডিয়ামে খেলা এই ম্যাচের টিকিট মুহূর্তেই বিক্রি হয়ে গিয়েছিল, কারণ সেখানকার দর্শকরাও মেসিকে এক নজর দেখতে চেয়েছিলেন। যদিও শুরুর একাদশে মেসির অনুপস্থিতিতে তারা হতাশ হয়েছিলেন, তবে দ্বিতীয়ার্ধে তার মাঠে নামা এবং গোল তাদের উচ্ছ্বাস ফিরিয়ে দেয়।

কোয়ার্টার ফাইনালে ইন্টার মায়ামির প্রতিপক্ষ হবে এলএএফসি। প্রথম লেগ ১ এপ্রিল প্রতিপক্ষের মাঠে এবং ফিরতি লেগ ৮ এপ্রিল ইন্টার মায়ামির মাঠে অনুষ্ঠিত হবে সেই খেলা। মেসির ফর্ম এবং ফিরে আসা দলের জন্য ইতিবাচক সংকেত, যা তাদের কোয়ার্টার ফাইনালে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারে।

ক্রিফোস্পোর্টস/১৪মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল