Connect with us
অন্যান্য

তিনটি আসরের প্রশিক্ষণের জন্য বাজেট ৫০ কোটি টাকা

Bangladesh Olympic
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন

এ বছর তিনটি আসরে অংশ নেবেন বাংলাদেশের অ্যাথলেটরা। দক্ষিণ এশীয় গেমস বা এসএ গেমস, ইসলামিক সলিডারিটি গেমস ও এশিয়ান যুব গেমস ঘিরে প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলাদেশও। প্রাথমিক প্রস্তুতি পরিকল্পনা সাজিয়ে ফেলেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

এই তিন আসরে অংশ নেওয়া খেলোয়াড়দের প্রশিক্ষণের আওতায় আনতে প্রথমেই দরকার টাকা।তাই জাতীয় ক্রীড়া পরিষদে একটি খসড়া বাজেটও জমা দিয়েছে বিওএ। তিনটি গেমসের সেই প্রশিক্ষণ খাতে ৫০ কোটি টাকার বাজেট জমা দিয়েছে তারা।

আগামী জানুয়ারিতে দক্ষিণ এশীয় গেমসের আগে নভেম্বরে ইসলামিক সলিডারিটি গেমস এবং তার আগে এশিয়ান যুব গেমসও আছে। তিনটি গেমসের জন্য একই সঙ্গে প্রস্তুতি পরিকল্পনা সাজাতে হয়েছে বিওএকে। অ্যাথলেটরা আছেন প্রস্তুতি শুরুর অপেক্ষায়।


আরও পড়ুন:

» নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা নারী দলের ম্যাচসহ আজকের খেলা (১৪ মার্চ ২৫)

» রমজান মাসে পরপারে পাড়ি জমালেন কিংবদন্তি অলরাউন্ডার


যেখানে অন্যান্য দেশে শীর্ষ অ্যাথলেটরা সারা বছর অনুশীলনের মধ্যে থাকে, গেমস এলে তখন আর নতুন করে শুরু না করে অংশগ্রহণের জন্যে ঝালিয়ে নেয়। কিন্তু বাংলাদেশের বেলায় পুরোটাই উল্টো।

বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা জানান, আসলে যেমনটা হওয়া উচিত, শীর্ষ অ্যাথলেটরা সারা বছর অনুশীলনের মধ্যে থাকবে। গেমস এলে তখন আর নতুন করে কিছু শুরু করতে হবে না। কিন্তু আমাদের দেশে তো সেই চর্চা নেই। প্রতিটা গেমসের আগে প্রশিক্ষণ নিয়ে দুশ্চিন্তা, অর্থ নিয়ে দুশ্চিন্তা।

তিনি জানিয়েছেন, আগামী মাসে বিওএর কার্যনির্বাহী কমিটির সভায় খসড়া এই বাজেট চূড়ান্ত হবে। পাকিস্তানে এবারের আসরে ২৬টি ডিসিপ্লিনে হবে খেলা। দুই-একটি বাদে বাংলাদেশ বেশিরভাগ ডিসিপ্লিন ও ইভেন্টে অংশ নেব।

ক্রিফোস্পোর্টস/১৪মার্চ২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য