Connect with us
ক্রিকেট

আইপিএল থেকে সরে দাঁড়ানোয় শাস্তি পেলেন ইংলিশ তারকা

Harry Brook disappointed
হ্যারি ব্রুক। ছবি- সংগৃহীত

ইংল্যান্ডের তারকা ক্রিকেটার হ্যারি ব্রুক এবারের টুর্নামেন্ট শুরুর আগে ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এই ইংলিশ ক্রিকেটারকে কিনতে দিল্লি ক্যাপিটালস ব্যয় করেছিলেন ৬ কোটি ২৫ লাখ রুপি। কিন্তু দল পাওয়ার পরও ব্রুক খেলতে অস্বীকৃতি জানিয়েছেন।

এই সিদ্ধান্তের কারণে ব্রুককে আইপিএল থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি নিলামে দল পাওয়ার পর নিজেকে সরিয়ে নেন, তাহলে তাকে দুই আসরের জন্য নিষিদ্ধ করা হয়। এবার এবং পরের আসরে ব্রুক আইপিএলে খেলতে পারবেন না।

গণমাধ্যমের সামনে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘আইপিএলের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি নিলামে দল পাওয়ার পর নিজেকে সরিয়ে নেন, তাহলে তাকে দুই আসরের জন্য নিষিদ্ধ করা হবে। ব্রুকের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হয়েছে।’

আরও পড়ুন:

» যে কারণে অধিনায়কত্বের প্রস্তাব ফিরিয়ে দিলেন রাহুল

» চ্যাম্পিয়ন্স লিগ : কোয়ার্টারে দলগুলোর প্রতিপক্ষ ও ম্যাচের সূচি

এদিকে ব্রুক জানিয়েছেন, তিনি আগামী দিনে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে ব্যস্ত রাখতে চান। আর তাই নিজেকে আগে পুরোপুরি প্রস্তুত করার কাজ করছেন। আর তাই নিজেকে প্রস্তুত রাখার জন্য তিনি আইপিএলে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন।

ব্রুকের এমন সিদ্ধান্ত দিল্লি ক্যাপিটালসের জন্য একটি বড় ধাক্কা। কেননা নিলামে তাকে কিনে দলটি তাদের ব্যাটিং লাইনআপকে শক্তিশালী করার পরিকল্পনা করেছিল। তবে ব্রুকের অনুপস্থিতিতে দিল্লি এখন অন্য বিকল্পের দিকে তাকিয়ে থাকবে।

হ্যারি ব্রুক ইংল্যান্ডের হয়ে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ইতিমধ্যেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এখন দেখার বিষয় হলো ব্রুককে নিষেধাজ্ঞা দেয়ার পর দিল্লি ক্যাপিটালস কীভাবে নিজেদের ব্যাটিং লাইনআপ সমৃদ্ধ করে। ইতোমধ্যেই তারা বিকল্প ভাবনার খোঁজে আছে।

ক্রিফোস্পোর্টস/১৪মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট