
পুরুষদের চ্যাম্পিয়নস ট্রফির পর এবার নারীদের বিশ্বকাপের পালা। এ বছরই মাঠে গড়াবে আইসিসি ওমেন ওয়ানডে বিশ্বকাপের আসর। এই আসরে সরাসরি খেলতে পারবে না বাংলাদেশ। বাছাইপর্বের বৈতরণী পেরিয়ে আসতে হবে টাইগ্রেসদের।
পাকিস্তানের লাহোরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আজ (শুক্রবার) ৬ দলের এই প্রতিযোগিতার সূচি প্রকাশ করেছে আইসিসি। আগামী ৯-১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
টুর্নামেন্টের শুরুর দিন স্বাগতিক পাকিস্তানের মেয়েরা খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। আর দ্বিতীয় দিন ১০ এপ্রিল বাংলাদেশের ম্যাচ থাইল্যান্ডের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।
আরও পড়ুন:
» চলতি বছর আফগানদের বিপক্ষে টি-২০ সিরিজ খেলবে শান্তরা
» আইপিএল থেকে সরে দাঁড়ানোয় শাস্তি পেলেন ইংলিশ তারকা
জ্যোতিদের পরের ম্যাচ ১৩ এপ্রিল আয়াল্যান্ডের বিরুদ্ধে। আর ১৫ এপ্রিল স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলবে টাইগ্রেসরা। ম্যাচ দুটি দিবারাত্রির। তাই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

এবার সরাসরি খেলার সুযোগ পাননি নিগার সুলতানা জ্যোতিরা
এরপর আবার ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলবে বাঘিনীরা। এই ম্যাচ দুটি শুরু হবে সকাল ১০টায়। টুর্নামেন্টের সব ম্যাচই হবে লাহোরের দুটি মাঠ— গাদ্দাফি স্টেডিয়াম ও ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে।
৬ দলের এই প্রতিযোগিতার ম্যাচ হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। যেখান থেকে সেরা দুটি দল নারী বিশ্বকাপে জায়গা করে নেবে। আইসিসির এই ইভেন্টে সরাসরি জায়গা নিশ্চিত করেছিল স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।
গত ১২ মার্চ বাছাইয়ের জন্য জ্যোতির নেতৃত্বাধীন টাইগ্রেসদের দল ঘোষণা করে বিসিবি। টুর্নামেন্টটি খেলতে আগামী ৩ এপ্রিল তাদের দেশ ছাড়ার কথা রয়েছে।
বাংলাদেশের বাছাইপর্বের দল: নিগার সুলতানা জয়ী (ক্যাপ্টেন), নাহিদা আক্তার, ইসমা তানজিম, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, ঝর্ণা আক্তার, জান্নাতুল ফেরদৌস সুমনা, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফারজানা হক, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার ও রিতু মনি।
ক্রিফোস্পোর্টস/১৩মার্চ২৫/এজে
