
কলকাতা নাইট রাইডার্স হয়তো বেশ ভালোভাবেই নিজেদের ভুল বুঝতে পেরেছে মেগা নিলামের আগে ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দিয়ে। কারণ রিটেইন না করলেও নিলাম থেকে পুনরায় তাকে দলে নেয়ার পরিকল্পনা ছিল ফ্র্যাঞ্চাইজিটির। তবে দর কষাকষি করে আইয়ারকে দলে পেতে ২৩ কোটি ৭৫ লাখ রুপি খরচ করতে হয়েছে কলকাতাকে।
এই বিপুল অঙ্কের দাম আইয়ারের জন্য যেমন গর্বের, তেমনি চাপেরও। নিলামে এত উচ্চ মূল্যে বিক্রি হওয়ার বিষয়টি আইয়ার নিজেও হয়তো আশা করেননি। আর এই উচ্চ মূল্যের কারণে এবার মাঠে পারফর্ম করার ক্ষেত্রে কিছুটা চাপ অনুভব করছেন আইয়ার। ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় মাধ্যম ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই ভারতীয় ক্রিকেটার।
সেই সাক্ষাৎকারে আইয়ার বলেন, ‘অবশ্যই, যদি বলি যে দামের কোনো চাপ নেই, তাহলে সেটা মিথ্যা বলা হবে। আমরা সবাই সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে বাস করি। চাপ থাকবেই। এটা আসলে আমার ওপর নির্ভর করে, আমি কীভাবে চাপ নিচ্ছি।’
আরও পড়ুন:
» আবারও দুঃসংবাদ পেলেন নেইমার, ফেরা হচ্ছে না জাতীয় দলে
» নারী আইপিএলের ফাইনাল ম্যাচসহ আজকের খেলা (১৫ মার্চ ২৫)
তিনি আরও বলেন, ‘আমি এটাকে কলকাতার আমার প্রতি আস্থা হিসেবে দেখছি, যা আমাকে দলটির জন্য বিশেষ কিছু করতে অনুপ্রাণিত করবে। তবে এমন মূল্যের কারণে আমার খেলার ধরন বদলাবে না।’
দামের সঙ্গে পারফরম্যান্সের সম্পর্ক নেই বলে মনে করেন আইয়ার, ‘যখন আইপিএল শুরু হবে, তখন আমি ২০ লাখ টাকার খেলোয়াড় নাকি ২০ কোটি টাকার, এটা কেউ মাথায় রাখবে না। তখন আমি কলকাতার একজন খেলোয়াড়। আমাকে মাঠে গিয়ে পারফর্ম করতেই হবে। যদি আমাকে ২০ লাখ টাকায়ও দলে নেওয়া হতো, তাহলেও আমাকে একইভাবে খেলতে হতো।’
দামের চাপ থাকলেও নিজের স্বাভাবিক খেলাটাই খেলতে চান ভেঙ্কটেশ আইয়ার। নিজের প্রস্তুতি ও আত্মবিশ্বাসের ওপর নির্ভর করবে পারফরম্যান্স, তেমনটাই মনে করেন তিনি। নিজেকে প্রস্তুত করতে মাঠের বাইরে কীভাবে চলাফেরা করবেন, কোথায় কাজ করবেন— বিষয়গুলো নিয়ে সচেতন থাকার কথাও জানিয়েছেন আইয়ার।
ক্রিফোস্পোর্টস/১৫মার্চ২৫/এফএএস
