
আর মাত্র দুই দিনের অপেক্ষা। এরপরেই বাংলাদেশ ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা ফুটবলার হামজা চৌধুরী ফিরবেন দেশে। লাল-সবুজের জার্সিতে মাঠে নামার আগে দেশে ফিরে সতীর্থ ফুটবলারদের সঙ্গে যোগ দেবেন তিনি। তারকা এই ফুটবলারকে কখন কোথায় দেখা যাবে, তা জেনে নেয়া যাক।
আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে হামজা চৌধুরীর। তার আগে ম্যানচেস্টার থেকে ১৬ মার্চ স্থানীয় সময় রাত ৮টায় বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন হামজা। সেখান থেকে বিমানে সরাসরি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি।
বাংলাদেশ সময় ১১টা ৪০ মিনিটে সিলেটে এসে পৌঁছানোর কথা হামজার। তার সঙ্গে সফর করবেন মা, স্ত্রী এবং সন্তান। সবকিছু ঠিক থাকলে বিমানবন্দরে ছোট পরিসরে হয়ে যাবে বরণ করে নেয়ার আনুষ্ঠানিকতা। সেখানেই ভক্ত সমর্থকরা প্রথম দর্শন পেতে পারেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই তারকা ফুটবলারের।
বিমানবন্দর থেকে এরপর তিনি সরাসরি চলে যাবেন হবিগঞ্জের বাহুবলে নিজের পৈত্রিক নিবাসে। দিনের বাকিটা সময় তিনি কাটাবেন পরিবারের সঙ্গেই। পরবর্তী দিন ১৮ মার্চ হামজা আসবেন ঢাকাতে। এদিন সন্ধ্যায় ব্রিটিশ হাইকমিশনের আমন্ত্রণে যেতে পারেন তিনি। তবে নানা প্রটোকলের কারণে বিষয়টি চূড়ান্ত হয়েছে কিনা জানা যায়নি।
আরও পড়ুন:
» পৌনে ২৪ কোটি টাকার চাপ নিয়ে মাঠে নামবেন আইয়ার
» আবারও দুঃসংবাদ পেলেন নেইমার, ফেরা হচ্ছে না জাতীয় দলে
এদিন রাত ৮টায় হোটেল ইন্টার-কন্টিনেন্টালে জাতীয় দলের সতীর্থ ফুটবলারদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হবেন হামজা। পরবর্তী দিন অর্থাৎ ১৯ মার্চ সকাল ৯টায় দলের সঙ্গে আনুষ্ঠানিক ফটো সেশনে থাকবেন তিনি। যেই সেশন চলবে পাক্কা ৩ ঘন্টা। মূলত হামজার ব্র্যান্ড ইমেজকে কাজে লাগাতে কোন প্রকার ছাড় দিতে চায় না বাফুফে।
সেদিন দুপুর সাড়ে ১২টায় প্রথমবারের মতো হামজা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের মুখোমুখি হবেন। হোটেল ইন্টার-কন্টিনেন্টালে সংবাদ সম্মেলন হবে আধা ঘন্টা। এরপর সারাদিনে আরও কিছু ফটো সেশন রয়েছে তার। যেখানে ইন্টার স্কুল টিম ক্যাপ্টেন-ম্যানেজারদের সঙ্গে জার্সি উন্মোচন ও বাফুফের পার্টনারদের সঙ্গেও ফটোসেশনে থাকবেন তিনি।
এদিনই সকল ব্যস্ততা শেষে (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রথমবারের মতো দলীয় অনুশীলনে যুক্ত হবেন হামজা। বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে এই অনুশীলন সেশন। যেখানে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা ও সতীর্থ ফুটবলারদের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়ার চেষ্টায় থাকবেন তিনি। এর পরবর্তী দিন (২০ মার্চ) সকাল ৯ টার ফ্লাইটে বাংলাদেশ দলের সঙ্গে ভারতের উদ্দেশ্যে রওনা হবেন হামজা।
ক্রিফোস্পোর্টস/১৫মার্চ২৫/এফএএস
