
ক্রিকেটে সুপার ওভার সবসময়ই উত্তেজনা এবং রোমাঞ্চের প্রতীক। ৬ বলের লড়াইয়ে নির্ধারণ হয় ম্যাচের ভাগ্য। যা দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তেমনই এক ম্যাচ দেখা গেছে মালয়েশিয়ায়। যেখানে রীতিমত বিশ্বরেকর্ড গড়ে বাহারাইনকে পরাজিত করেছে হংকং।
গতকাল শুক্রবার মালয়েশিয়ায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে মুখোমুখি হয়েছিল বাহরাইন ও হংকংয়। যেই ম্যাচটি গড়ায় সুপার ওভারে। হংকংয়ের বিপক্ষে সুপার ওভারে কোনো রান না করেই গুটিয়ে যায় বাহরাইন। আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে এমন ঘটনা দেখেনি বিশ্ব। বাহারাইনকে কোন রান করতে না দিয়ে এই বিরল নজির গড়ে হংকং।
সুপার ওভারে আগে ব্যাটিংয়ে নামে বাহারাইন। হংকংয়ের বোলার এহসান খানের করা ওভারে প্রথম বল হয় ডট। পরের দুই বলেই টানা দুই উইকেট হারায় তারা। দ্বিতীয় বলে বাবর হায়াত ক্যাচ দিয়েছেন আমের বিনের হাতে, আর তৃতীয় বলেই নিজাকাত খানের হাতে ধরা পড়েন সোহাইল আহমেদ। আইসিসির নিয়ম অনুযায়ী, সুপার ওভারে দুই উইকেট হারালেই দল অলআউট হয়ে যায়। ফলে মাত্র তিন বলেই শেষ হয় বাহরাইনের ইনিংস।
আরও পড়ুন:
» অ্যাশেজের আগে ইংল্যান্ডকে সতর্ক বার্তা দিলেন ওয়ার্নার
» বাংলাদেশে হামজার সূচি, কখন কোথায় দেখা যাবে তাকে?
এক রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হংকংয়ের জন্য জয় পাওয়া ছিল শুধু সময়ের ব্যাপার। হংকংয়ের ব্যাটসম্যান বাবর প্রথম দুই বল ডট খেললেও তৃতীয় বলেই এক রান নিয়ে ম্যাচ জিতিয়ে দেন দলকে। এই জয়ের মাধ্যমে হংকং আন্তর্জাতিক ক্রিকেটে একটি বিরল রেকর্ড গড়ে ফেলে। সুপার ওভারে কোনো রান না করিয়ে ম্যাচ জেতার এমন নজির এই প্রথম।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ ঘটনা নতুন হলেও টি-টোয়েন্টি লিগে এটা নতুন কিছু নয়। ২০০৯ সালে চ্যাম্পিয়নস লিগে সাসেক্সের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঈগলসের হয়ে সিজে ডি ভিলিয়ার্স সুপার ওভার মেডেন দিয়েছিলেন। আবার ২০১৪ সালের সিপিএলে গায়ানা অ্যামাজনের হয়ে ত্রিনিদাদ ও টোবাগো রেড স্টিলের বিপক্ষে সুপার ওভার মেডেন দিয়েছিলেন সুনীল নারিন।
ক্রিফোস্পোর্টস/১৫মার্চ২৫/এফএএস
