Connect with us
ক্রিকেট

পাত্তাই পেল না পাকিস্তান, ব্যর্থতা ভুলতে এসে খেল বড় ধাক্কা

Pakistan vs New Zealand first t20 match
নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ। ছবি- পিসিবি

ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি যেন পাকিস্তানের জন্য হয়ে ছিল এক দুঃস্বপ্নের নাম। বৈশ্বিক সেই টুর্নামেন্টে স্বাগতিক হয়েও কোন ম্যাচ না জেতার নজির গড়েছে তারা। নিজেদের সেই ব্যর্থতা ভুলতে নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছে পাকিস্তান। খর্ব শক্তির দলের সামনে ঘুরে দাঁড়ানোর ভালো সুযোগ থাকলেও শুরুতে বড় ধাক্কাই খেল দলটি।

ক্রাইস্টচার্চে আজ রোববার (১৬ মার্চ) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে বাজেভাবে পরাজিত হয়েছে পাকিস্তান। যেখানে আগে ব্যাট করতে নেমে কিউইদের বোলিং আক্রমণে মাত্র ৯১ রানে গুটিয়ে যায় সফরকারীরা। আর লক্ষ্য তাড়া করতে নেমে ১০.১ ওভারে ৯ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নিয়েছে নিউজিল্যান্ড।

আইপিএলের কারণে নিউজিল্যান্ডের সিনিয়র ও তারকা ক্রিকেটারদের প্রায় সবাই এই সিরিজ থেকে ছুটিতে আছেন। আর তাই রীতিমত দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে হচ্ছে স্বাগতিকদের। এমন দলের বিপক্ষে ভালো করে নিজেদের হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে চেয়েছিল পাকিস্তান। তবে শেষ পর্যন্ত আরও বেশি চাপে পড়ে গেল সালমান আঘার দল।

আরও পড়ুন:

» এমবাপ্পের জোড়া গোলে বার্সাকে পেছনে ফেলে শীর্ষে রিয়াল

» আইপিএলকে টেক্কা দিতে সৌদি নিতে যাচ্ছে নতুন পরিকল্পনা

ম্যাচের প্রথম ইনিংসেই পাকিস্তানের ব্যাটিং বিপর্যয় দেখা যায়। মাত্র ১ রানে ৩ উইকেট এবং ১১ রানেই ৪ উইকেট হারায় তারা। খুশদিল শাহ (৩২), সালমান আগা (১৮) ও জাহানদাদ খান (১৭) ছাড়া পাকিস্তানের আর কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। ফলে ১৮.৪ ওভারেই ৯১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। যা কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টিতে তাদের সর্বনিম্ন দলীয় পুঁজি। 

নিউজিল্যান্ডের বোলিং আক্রমণ ছিল চোখে পড়ার মতো। জ্যাকব ডাফি সর্বোচ্চ ৪ এবং কাইল জেমিসন ৩ উইকেট শিকার করেছেন। তাদের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ে পাকিস্তানকে খুব বেশি আগাতে দেয়নি। 

রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা কিছুটা ধীরগতিতেই করেন ওপেনার টিম সেইফার্ট। তবে আউট হওয়ার আগে তিনি ৪৪ রান করে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান। অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন ফিন অ্যালেন ও টিম রবিনসন। মাত্র ১০.১ ওভারেই ৯ উইকেটের বড় জয় নিয়ে নিউজিল্যান্ড সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল। 

এই পরাজয় পাকিস্তানের জন্য আরও বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। আইসিসির সর্বশেষ তিন বৈশ্বিক ইভেন্টের সবকটিতেই হতাশা নিয়ে ফিরেছিল পাকিস্তান। সেই পরিস্থিতি কাটিয়ে ওঠার লক্ষ্যে তারা প্রাথমিক যাত্রার শুরুতেই বড় ধাক্কা খেয়েছে। এবার দেখার বিষয় হলো, পাকিস্তান এই ধাক্কা কাটিয়ে উঠতে পারে কিনা এবং সিরিজের বাকি ম্যাচগুলোতে তাদের পারফরম্যান্স কেমন হবে।

ক্রিফোস্পোর্টস/১৬মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট