
বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ পেয়েছেন। তবে তাদের এই সুযোগ নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছাড়পত্রের ওপর। আগামী ১১ এপ্রিল শুরু হতে যাচ্ছে পিএসএলের দশম আসর, কিন্তু ওই সময় জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ থাকায় এই বিষয়ে রয়েছে অনিশ্চয়তা।
বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন মনে করেন, ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার সুযোগ দেওয়া উচিত। তিনি বলেন, ‘আমার মনে হয় তাদের সুযোগ আছে, তাদের সুযোগ দেওয়া দেশের ক্রিকেটের জন্য লাভ হবে। আফগানিস্তানের ক্রিকেটাররা কিন্তু বাইরে খেলে। (এমন সুযোগ পেলে) একজন খেলোয়াড় হিসেবে আপনার উন্নতি হবে। জ্ঞান বাড়বে, যা খুব বেশি দরকার। নিজেকে বুঝতে পারবেন যে আপনি কতটা বড় প্লেয়ার।’
সালাউদ্দিন আরও যোগ করেন, ‘বিদেশি লিগে খেলে একজন খেলোয়াড়ের অভিজ্ঞতা বাড়ে, যা জাতীয় দলের জন্য ইতিবাচক। এটি শুধু খেলোয়াড়ের ব্যক্তিগত উন্নয়ন নয়, বরং পুরো দলের জন্যই উপকারী।’
আরও পড়ুন:
» বাংলাদেশের নতুন অ্যাওয়ে জার্সি কিনতে কত টাকা গুনতে হবে?
» পাত্তাই পেল না পাকিস্তান, ব্যর্থতা ভুলতে এসে খেল বড় ধাক্কা
এদিকে, বাংলাদেশের সিনিয়র ক্রিকেটারদের ক্রিকেট নিয়ে ভাবনা প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, ‘এক একটা মানুষের একেক রকম স্টাইল। সাকিবকে দেখলে হয়তো মনে করতে পারেন সে ক্রিকেট নিয়ে চিন্তা করে না। কিন্তু আমি তো জানি সে কতটুকু চিন্তা করে। একেক জনের স্টাইল একেক রকম। মুশফিক অনেক পরিশ্রম করে, কষ্ট করে অনেক। মমিনুলের কথা যদি বলেন সেও একইভাবে চেষ্টা করে।’
পিএসএল বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, যেখানে বাংলাদেশের ক্রিকেটাররা অংশ নিলে তাদের অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধি পাবে। তবে বিসিবির অনাপত্তিপত্র ছাড়া এই সুযোগ বাস্তবায়ন সম্ভব নয়। তাই এসকল ক্ষেত্রে ক্রিকেটারদের ছাড় দেয়ার পক্ষে কোচ সালাউদ্দিন। এই ধরনের সুযোগ ক্রিকেটারদের উন্নতির জন্য বেশ গুরুত্বপূর্ণ মনে করেন তিনি।
ক্রিফোস্পোর্টস/১৬মার্চ২৫/এফএএস
