Connect with us
ফুটবল

বার্সেলোনার দুর্দান্ত কামব্যাক, শেষ মুহূর্তের জয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার

Barcelona make Comeback and won the match against Atletico Madrid
বার্সেলোনার জয়। ছবি- সংগৃহীত

ম্যাচের ৭০তম মিনিট পর্যন্ত দুই গোলের ব্যবধানে পিছিয়ে ছিল বার্সেলোনা। লা লিগায় নিজেদের ২৭তম ম্যাচে পরাজয়ের শঙ্কা জাগে কাতালানদের ডেরায়। তবে দারুণ কামব্যাক দিয়েছে ইয়ামাল-লেভান্ডফস্কির দল। পিছিয়ে থাকা ম্যাচ তারা শেষ মুহূর্তের ঝলকে জিতে নিয়েছে ৪-২ ব্যবধানে। এতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করল তারা।

গতকাল রোববার রাতে আতলেতিকো মাদ্রিদের ঘরের মাঠে অনুষ্ঠিত হয় লা লিগার এই ম্যাচ। যেখানে প্রতিপক্ষের মাঠ থেকে অসাধারণ এক জয় ছিনিয়ে ফিরেছে বার্সেলোনা। এদিন কাতালানদের হয়ে জোড়া গোল করেছেন ফারনান্দো তোরেস। বাকি দুই গোল এসেছে লামিনে ইয়ামাল ও রবার্ট লেভানদোভস্কির পা থেকে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছিল বার্সেলোনা, কিন্তু প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা। উল্টো ৪৫তম মিনিটে হুলিয়ান আলভারেসের গোলে এগিয়ে যায় আতলেতিকো। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় আলেকসান্দার সরলথের গোলে আতলেতিকো ২-০ ব্যবধানে এগিয়ে যায়।

আরও পড়ুন:

» বাংলাদেশের পথে হামজা চৌধুরী, উঠেছেন বিমানে

» এশিয়ান লিজেন্ড লিগে কোয়ালিফায়ারসহ আজকের খেলা (১৭ মার্চ ২৫)

তবে বার্সেলোনা হাল ছাড়েনি। ৭২তম মিনিটে রবার্ট লেভানদোভস্কি প্রথম গোলটি করে দলকে ফিরিয়ে আনে। এরপর ৭৮তম মিনিটে ফারনান্দো তোরেস সমতা ফিরিয়ে আনেন। যোগ করা সময়ে লামিনে ইয়ামাল এবং আবারও তোরেসের গোলে বার্সেলোনা ৪-২ ব্যবধানে জয় পায়।

এই জয়ের মাধ্যমে বার্সেলোনা লা লিগা পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখল করেছে। ২৭ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে রয়েছে। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ, যারা একটি ম্যাচ বেশি খেলেছে। ২৮ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আতলেতিকো মাদ্রিদ।

ক্রিফোস্পোর্টস/১৭মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল