
অবশেষে স্বপ্নপূরণ হচ্ছে বাংলাদেশি ফুটবল ভক্তদের, ফুরোচ্ছে অপেক্ষা। দেশের ক্রীড়াঙ্গনে এখন হামজা হামজা রব। সেই রব আরও বাড়িয়ে দিতে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার।
দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকাকে বরণ করে নিতে প্রস্তুত গোটা দেশ। আজ বাংলাদেশে পা রাখবেন হামজা দেওয়ান চৌধুরী। এর আগে বিমানে উঠে রওনাও দিয়েছেন তিনি। রবিবার মধ্যরাতে এক ফেসবুকে পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে।
হামজা দেওয়ান চৌধুরী ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সি গায়ে খেলতে আসছেন। হামজা প্রথমেই তার গ্রামে যাবেন। সবকিছুই ঠিক আছে, তারপরও বাফুফের দুশ্চিন্তা অন্যখানে। দুর্ভাগ্যজনকভাবে হামজার যদি শরীর খারাপ হয় তাহলে ভোগান্তিতে পড়তে হবে।
আরও পড়ুন:
» এশিয়ান লিজেন্ড লিগে কোয়ালিফায়ারসহ আজকের খেলা (১৭ মার্চ ২৫)
» বাংলাদেশের নতুন অ্যাওয়ে জার্সি কিনতে কত টাকা গুনতে হবে?
হামজা এক দেশের লাইফস্টাইলে অভ্যস্ত। বাংলাদেশ তার জন্য পুরোপুরি ভিন্ন কন্ডিশন। যেখানে মানিয়ে নিতে সময় লাগবে। তার ওপর মাঠে নামার আগে বাংলাদেশে যতটুকু সময় পাবেন মানিয়ে নেওয়াটা কঠিন হলেও বাফুফের দুশ্চিন্তায় যোগ হয়েছে হামজার সন্তানরা।
হামজা জানেন ম্যাচের আগে কীভাবে নিজেকে সাবধান রাখতে হবে। ১১ বছর পর আত্মীয়-স্বজনদের বাড়ি গেলে তারা জোর করে খাইয়ে দেবেন। তার জন্য ভালোমন্দ রান্না করা হবে। এধরনের পরিবেশে খাওয়া-দাওয়ায় কোনো বিধিনিষেধ রাখা কঠিন হয়ে যায়। হামজা হয়তো সতর্ক থাকবেন।
হামজাকে বলা হয়েছিল তিনি সিলেটের একটি উঁচু মানের হোটেলে থাকার জন্য। কিন্তু হামজা রাজি হননি। তিনি পরিবারের সঙ্গে থাকতে চান। ছোট বেলার সাথীদের সঙ্গে দেখা করতে চান। সবকিছু ঠিকঠাক থাকবে কি না, সেটাই এখন বাফুফের আশঙ্কা।
দেশের উদ্দেশে উড়াল দেওয়ার আগে গতকাল ইএফএল চ্যাম্পিয়নশিপের ম্যাচে শেফিল্ড ওয়েডনেসডেসের বিপক্ষে মাঠে নামে শেফিল্ড ইউনাইডেট। বাংলাদেশে আসার আগে যা ছিল হামজার শেষ ম্যাচ। এই ম্যাচে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে হামজার শেফিল্ড।
গোলটি আসে ইংলিশ মিডফিল্ডার রায়ান ব্রিউস্টারের পা থেকে। ম্যাচের একমাত্র গোলে বাংলাদেশি হামজার অবদানও কম ছিল না। ওয়েডনেসডেসের ডিফেন্ডারকে দারুণভাবে ব্লক করে রেখেছিলেন হামজা। যার কারণে সহজে বল জালে জড়াতে পেরেছেন ব্রিউস্টার। ম্যাচটিতে ৯০ মিনিট খেলেছিলেন হামজা।
ক্রিফোস্পোর্টস/১৭মার্চ২৫/এজে
