
সকল অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। আজ (সোমবার) সকাল সাড়ে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ খেলা এই ফুটবলার। গতকাল রাত দু’টায় ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানে সিলেটের উদ্দেশ্যে রওনা হন তিনি।
বিমানবন্দরে হামজাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শতাধিক ফুটবল ভক্ত এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা। বিমানবন্দর থেকে ছাদখোলা জিপে করে হামজাকে নিয়ে যাওয়া হয় হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে তার নিজ গ্রামে। সেখানে পরিবার এবং স্থানীয়দের সঙ্গে দেখা করার পর তিনি জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন।
আরও পড়ুন:
» ছক্কার এক বিরল রেকর্ড গড়লেন লঙ্কান তারকা ক্রিকেটার
» ‘তরুণ’ মেসির দুর্দান্ত গোল, পিছিয়ে পড়া ম্যাচ জিতল মায়ামি
হামজা চৌধুরীর আগমন বাংলাদেশের ফুটবল ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশের জার্সি গায়ে প্রথমবারের মতো মাঠে নামবেন তিনি। এই ম্যাচে হামজার পারফরম্যান্স নিয়ে ফুটবল ভক্তদের মধ্যে রয়েছে ব্যাপক প্রত্যাশা।
হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির হয়ে খেলেছেন দীর্ঘদিন। বর্তমানে তিনি ধারে খেলছেন শেফিল্ড ইউনাইটেডের হয়ে। বাংলাদেশের ফুটবল ইতিহাসে তিনি প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগ খেলোয়াড়। তাঁর আগমন বাংলাদেশ ফুটবলের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
ক্রিফোস্পোর্টস/১৭মার্চ২৫/এফএএস
