
বাংলাদেশ ফুটবলের অন্যতম সেরা তারকা হামজা চৌধুরীকে বরণ করে নিতে আজ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ছিল ভক্ত সমর্থকদের উপচে পড়া ভিড়। বিপুল পরিমাণ ভক্তের চাপ সামলে ছোট করেই সাংবাদিকদের সঙ্গে আলাপ করেছেন হামজা। যেখানে তিনি কথা বলেছেন বাংলায়; দিয়েছেন ভারত ম্যাচ নিয়ে বার্তা।
এদিকে বিমানবন্দর থেকে বের হয়ে বিপুল সংখ্যক ভক্ত সমর্থক দেখে নিঃসন্দেহে অভিভূত হয়েছেন ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার। বাংলাদেশে আসার অনুভূতি জানাতে গিয়ে ইংরেজিতে প্রথমে হামজা বলেন, ‘অসাধারণ, অসাধারণ। দীর্ঘদিন পর আমি এদেশে এসেছি। এখানে আসতে পেরে আমি উত্তেজিত।’
পুরোপুরি বাংলা বলতে না পারলেও ভারত ম্যাচ নিয়ে এক প্রশ্নের জবাবে হামজা চেষ্টা করেছেন মাতৃভাষায় উত্তর দেয়ার। তিনি বলেছেন, ‘ইনশাআল্লাহ, আমরা উইন (জয়) করমু। আমরা বিগ ড্রিম (বড় স্বপ্ন) আছে বাংলাদেশের সঙ্গে; আমি কোচ হাভিয়ের সঙ্গে… ইনশাআল্লাহ আমরা উইন কইরা প্রোগ্রেস (উন্নতি) করতে চাইমু।’
আরও পড়ুন:
» অপেক্ষার অবসান ঘটিয়ে দেশে পৌঁছেছেন হামজা চৌধুরী
» ছক্কার এক বিরল রেকর্ড গড়লেন লঙ্কান তারকা ক্রিকেটার
উল্লেখ্য, সকল অপেক্ষার অবসান ঘটিয়ে আজ (সোমবার) সকাল সাড়ে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন হামজা চৌধুরী। গতকাল রাত দু’টায় ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানে সিলেটের উদ্দেশ্যে রওনা হন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ খেলা এই ফুটবলার।
বিমানবন্দর থেকে আজ হামজা যাবেন হবিগঞ্জে নিজের পৈত্রিক নিবাসে। সেখান থেকে আগামীকাল রাত সাড়ে ৮টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন তিনি। সেখানে একদিনের দলীয় অনুশীলন শেষে ভারত যাবেন হামজা। আগামী ২৫ মার্চ এশিয়া কাপ বাছাই পর্বে ভারত ম্যাচ দিয়ে অভিষেক হতে যাচ্ছে এই তারকা ফুটবলারের।
ক্রিফোস্পোর্টস/১৭মার্চ২৫/এফএএস
