Connect with us
ফুটবল

ফাহমিদুল ইস্যুতে আজ বাফুফে সভাপতির সঙ্গে ক্রীড়া উপদেষ্টার বৈঠক

BFF and Sports advisor meeting on Fahmidul issue
ফাহমিদুল ইস্যুতে বাফুফে ও ক্রীড়া উপদেষ্টার বৈঠক। ছবি- ফেসবুক

হামজা চৌধুরীর আগমন ঘিরে গেল কিছুদিন ধরেই সুবাতাস বইছিল বাংলাদেশের ফুটবলে। তবে সবকিছু যেন নিমিষেই শেষ হয়ে গেছে আরেক প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে দলে না রাখার ঘটনায়। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন দেশের অসংখ্য ফুটবলপ্রেমী। সিন্ডিকেটের অভিযোগে রাস্তায় নামেন তাদের একটা অংশ।

এমন ঘটনা তাৎক্ষণিক ভাবে নড়েচড়ে বসেছে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাহমিদুল ইসলাম ইস্যুতে আজ বুধবার (১৯ মার্চ) বাংলাদেশ ফুটবল ফেডারেশন– বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। গতকাল রাতে ক্রীড়া উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

গতকাল মঙ্গলবার ফাহমিদুলকে দল থেকে বাদ দেয়ার খবরে শুরু হয় সমালোচনার ঝড়। বিকেলে ফুটবলকে সিন্ডিকেট মুক্ত করতে ও ফাহমিদুলকে দলে ফেরানোর দাবিতে রাজধানীর মতিঝিলের বাফুফে ভবনের সামনে বিক্ষোভ করেন কিছু ভক্ত। সেখানে ফরোয়ার্ড পজিশনে খেলা গতিময় তরুণ এই ফুটবলারকে পুনরায় জাতীয় দলে ফেরানোর দাবি জানান ভক্তরা।

আরও পড়ুন:

» সোহাগ গাজী-লিটন দাসদের ম্যাচসহ আজকের খেলা (১৯ মার্চ ২৫)

» নাম্বার ওয়ান তারকাকে হারিয়ে কম বয়সে শিরোপা জিতে মিরার রেকর্ড

ফাহমিদুল ইতালির চতুর্থ স্তরের লিগে খেলে থাকেন। চতুর্থ স্তরের লিগ হলেও তা কাঠামোগত দিক থেকে বেশ সমৃদ্ধ। সেখান থেকেই জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে রাখা হয় তাকে। গেল কিছুদিন কোচ হাভিয়ের কাবরেরার অধীনে সৌদি আরবে বাংলাদেশ দলের সঙ্গে অনুশীলন করেছিলেন সম্ভাবনাময় এই তরুণ ফুটবলার। তবে শেষ পর্যন্ত তাকে রাখা হয়নি দলে।

প্রস্তুতি ক্যাম্প শেষে বাংলাদেশ দল দেশে ফিরলেও সাথে আসেননি ফাহমিদুল। তাকে সরাসরি পাঠিয়ে দেয়া হয়েছে ইতালিতে। আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচের জন্য এই ফুটবলারকে দলে না রাখার কারণ জানিয়ে কোচ উল্লেখ করেছেন তার (১৮ বছর) বয়স। কাবরেরা মনে করিন এখনও জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত নন ফাহমিদুল, তবে তাকে রাখা হয়েছে বাফুফের রাডারে।

ক্রিফোস্পোর্টস/১৯মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল