
বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটে প্রথমবারের মতো এক ইনিংসে ৪০০ রানের মাইলফলক গড়েছেন মুস্তাকিম হাওলাদার। সেন্ট গ্রেগরিস স্কুলের বিপক্ষে ১৭০ বলে ৪০৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন তিনি। এতে ছিল ৫০টি চার ও ২২টি ছক্কা। এর আগে দেশের স্বীকৃত ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ছিল তামিম ইকবালের অপরাজিত ৩৩৪ রান (জাতীয় লিগ, ২০২০)।
মুস্তাকিমের সঙ্গে তৃতীয় উইকেটে ৬৯৯ রানের জুটি গড়েন সাদ পারভেজ। ১২৪ বলে ২৫৬ রান করা সাদ বল হাতে নেন ৪ উইকেটও। নিজের অলরাউন্ড পারফর্মে নজর কাড়েন তিনিও। এই দুই তরুণের দুর্দান্ত পারফরম্যান্সে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ সংগ্রহ করে ৭৭০ রান। আর প্রতিপক্ষ মাত্র ৩২ রানে অলআউট হলে ৭৩৮ রানের এই নজিরবিহীন বিশাল জয় পায় তারা।
আর এমন আলো ছড়ানো পারফরম্যান্স নজর এড়ায়নি জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের। এক আলোচনায় তরুণ ক্রিকেটার সাদ জানিয়েছেন, লিটনের ব্যাটিং ভালো লাগে তার। এমন কথাও জানতে পেরেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার। আর তাই তরুণ সেই দুই ক্রিকেটারকে বিশেষ উপহার দেয়ার ঘোষণা দিলেন লিটন।
আরও পড়ুন:
» এক ইনিংসে ৪০০ রান করা সেই ক্রিকেটারের আইডল সাকিব
» ফাহমিদুল ইস্যুতে আজ বাফুফে সভাপতির সঙ্গে ক্রীড়া উপদেষ্টার বৈঠক
নিজের ফেসবুক একাউন্টে পোস্ট করে লিটন লেখেন, ‘স্কুল ক্রিকেটে তরুণ ক্রিকেটারদের সাফল্য দেখতে দারুণ লাগছে! মুস্তাকিমের ৪০৪ রান এবং সাদের ২৫৬ রান + ৪ উইকেট—এক কথায় অসাধারণ!’
তিনি আরও লেখেন, ‘এটা জানতে পেরে ভালো লাগছে, সাদের কাছে আমার ব্যাটিং ভালো লাগে। ভালোবাসার প্রতীক হিসেবে আমি মুস্তাকিম ও সাদ—দুজনকেই আমার দুই জোড়া গ্লাভস উপহার দেব। আশা করি, এটি তাদের স্বপ্নের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে এবং তারা আরও উজ্জ্বলভাবে আলো ছড়াবে!’
বর্তমানে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলছেন লিটন। পাশাপাশি ছাড়পত্র পেলে পিএসএলে খেলার সম্ভাবনাও রয়েছে তার। তরুণদের ক্রিকেট নিয়ে লিটনের এমন আগ্রহ ভবিষ্যতে আরও প্রতিভাবান ক্রিকেটারদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
ক্রিফোস্পোর্টস/১৯মার্চ২৫/এফএএস
