Connect with us
ফুটবল

স্পেনের জার্সিতে প্রথম হিসেবে রোজা রেখে খেলার বার্তা ইয়ামালের

Lamine Yamal
লামিনে ইয়ামাল। ছবি- সংগৃহীত

রমজান মাসে রোজা রেখে খেলার উদাহরণ নতুন কিছু নয়। বিভিন্ন মুসলিম ফুটবলার ক্লাব ও জাতীয় দলের হয়ে রোজা রেখে মাঠে নামেন। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। তিনি হতে যাচ্ছেন প্রথম ফুটবলার, যিনি রোজা রেখে স্পেনের জাতীয় দলের হয়ে খেলবেন।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, স্পেনের জাতীয় দলের হয়ে রোজা রেখে খেলা প্রথম ফুটবলার হতে যাচ্ছেন ইয়ামাল। উয়েফা নেশনস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আগামী বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে স্পেন। ফিরতি লেগ রবিবার। এই দুই ম্যাচের জন্য ইতোমধ্যেই জাতীয় দলে যোগ দিয়েছেন ১৭ বছর বয়সী এই উইঙ্গার।

মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল জানিয়েছেন, রোজা রেখে খেলতে কোনো সমস্যা হয় না তার, ‘মনেই হবে না যে আপনি ক্ষুধার্ত। গুরুত্বপূর্ণ বিষয় হলো শরীরকে পানিশূন্য না রাখা। ক্লাবে (বার্সেলোনায়) আমি এ বিষয়ে খুবই সতর্ক। ফজরের নামাজের জন্য ভোর পাঁচটায় উঠি, এরপর ইলেক্ট্রোলাইট জাতীয় পানীয় পান করি, যা সারাদিন শরীরকে আর্দ্র রাখে। ইফতারের সময় আমি চিনি এড়িয়ে প্রচুর পানি পান করি, এতে সবকিছু নিয়ন্ত্রণে থাকে।’

আরও পড়ুন:

» আলো ছড়ানো সেই দুই তরুণকে বিশেষ উপহার দিবেন লিটন

» এক ইনিংসে ৪০০ রান করা সেই ক্রিকেটারের আইডল সাকিব

স্পেনে জন্ম হলেও ইয়ামালের পৈতৃক শেকড় মরক্কোতে। তার বাবা মুনির নাসরাউয়ি একজন মরোক্কান মুসলিম। পৈতৃক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবার রোজা রেখে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও গত বছর জাতীয় দলের হয়ে ম্যাচ খেললেও রোজা রাখেননি, তবে এবার নিজেকে প্রস্তুত মনে করছেন এই তরুণ।

স্পেনের জার্সিতে খেলা মুসলিম ফুটবলারদের মধ্যে আদামা ত্রাওরে, আনসু ফাতি ও মুনির এল হাদ্দাদি উল্লেখযোগ্য নাম। তবে রমজান মাসে স্পেনের হয়ে মাঠে নামার অভিজ্ঞতা হয়নি কারও। এবার সেই নজির গড়তে যাচ্ছেন ইয়ামাল। যিনি এরই মধ্যে ক্লাব ফুটবলে রোজা রেখে খেলার অভিজ্ঞতা নিয়ে রেখেছেন।

ক্রিফোস্পোর্টস/১৯মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল