Connect with us
ফুটবল

ফুটবলে শৈশবের উন্মাদনা, হামজাকে মাশরাফির বিশেষ বার্তা

Hamza Choudhury and Mashrafe
হামজা চৌধুরী ও মাশরাফি বিন মুর্তজা। ছবি- সংগৃহীত

বাংলাদেশের ফুটবলে গেল কিছুদিন যাবত বইছে প্রশান্তির সুবাতাস। রীতিমত ম্লান হয়ে পড়া দেশের সেই ফুটবলে নতুন করে প্রাণের সঞ্চার হয়েছে হামজা চৌধুরীর আগমনে। ফুটবলপ্রেমীরা নতুন করে আশায় বুক বাধতে শুরু করেছেন। যার সাক্ষী হামজার আগমনে ভক্তদের বাধ ভাঙা উল্লাস; সামাজিক মাধ্যমে তার প্রতি ভালোবাসা প্রকাশ।

এবার বাংলাদেশের ফুটবল ইতিহাসের সবথেকে বড় তারকাকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। তার আগমনে এই টাইগার ক্রিকেটার দিয়েছেন বিশেষ বার্তা। গতকাল মধ্যরাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ফেসবুক পোস্টে এই বার্তা দিয়েছেন মাশরাফি।

নিজের সেই পোস্টে ম্যাশ লিখেছেন, ‘বাংলাদেশের ফুটবলে আপনাকে স্বাগত হামজা দেওয়ান চৌধুরি! আপনার আগমনে প্রথম প্রেমের সেই রোমাঞ্চ যেন আবার টের পাচ্ছি, যে প্রেমের নাম ফুটবল! আমাদের ছেলেবেলায়, শৈশব-কৈশোরে ফুটবল ঘিরে যে উন্মাদনা ছিল, কয়েক দিন ধরে বাংলাদেশের ফুটবলে যেন দিনগুলোই ফিরে এসেছে।’

আরও পড়ুন:

» স্পেনের জার্সিতে প্রথম হিসেবে রোজা রেখে খেলার বার্তা ইয়ামালের

» আলো ছড়ানো সেই দুই তরুণকে বিশেষ উপহার দিবেন লিটন

কৃতজ্ঞতা জানিয়ে মাশরাফি আরও বলেন, ‘ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার আমাদের দলে খেলেন, লেস্টার সিটি বা শেফিল্ড ইউনাইটেডের খেলায় তার নামের পাশে আমাদের দেশের নামও উচ্চারিত হবে, এই দেশের জন্য এটা বড় পাওয়া। আপনার প্রতি কৃতজ্ঞতা। যে শেকড়ের কারণে এটা সম্ভব হয়েছে, সেই পরিবারের প্রতি কৃতজ্ঞতা।’

নিজের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, ‘আপনি এসেই রাতারাতি দেশের ফুটবল বদলে দেবেন, এমন আকাশছোঁয়া প্রত্যাশা আমার নেই। স্রেফ আশা করব, আপনার ছোঁয়ায় দেশের ফুটবলে নতুন প্রাণের জোয়ার আসবে, লোকের আগ্রহ বাড়বে, শিশু-কিশোররা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখবে, আর্জেন্টিনা-ব্রাজিল দল বা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মতোই নতুন প্রজন্ম বাংলাদেশের ফুটবলকে আপন করে নেবে।’

হামজা ছাড়াও প্রবাস থেকে আসা সকল ফুটবলারদের কৃতজ্ঞতা জানান মাশরাফি, ‘জামাল ভূঁইয়া, তারেক কাজীসহ প্রবাসী যারা এসে দেশের ফুটবলকে সমৃদ্ধ করেছেন, আরও যারা আসবেন, সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা।’ এরপরেই বাংলাদেশের ফুটবলে নতুন দিন ও ভারত ম্যাচের জন্য শুভকামনা জানিয়েছেন তিনি।

ক্রিফোস্পোর্টস/১৯মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল