Connect with us
ফুটবল

ফাহমিদুলকে ফেরানো না হলে দলের টিম বাস আটকে রাখার ঘোষণা!

Protesters warning to not leave the team bus
বিক্ষোভকারীদের টিম বাস আটকে রাখার দাবি। ছবি- সংগৃহীত

হামজা চৌধুরীর আগমনে বেশ প্রশান্তির সুবাতাস বইছিল বাংলাদেশের ফুটবলে তবে সেই সুখ আর টেকেনি বেশি সময় পরবর্তী দিনেই ফাহমিদুল ইসলাম দল থেকে বাদ পড়ার খবরে বিক্ষুব্ধ হয়ে ওঠে দেশের অসংখ্য ফুটবল প্রেমী এমন ঘটনায় গতকাল থেকেই ফাহমিদুলকে ফেরানোর দাবিতে রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করছেন ভক্ত সমর্থকরা।

গতকাল বাংলাদেশ দল সৌদি আরব থেকে প্রস্তুতি ক্যাম্প শেষে দেশে ফিরলেও সাথে আসেননি ইতালীয় প্রবাসী ফুটবলার ফাহমিদুল। এরপরে ফুটবল ভক্তরা অভিযোগ তোলেন সিন্ডিকেট করে তাকে দল থেকে বাদ দেয়া হয়েছে। আজ দ্বিতীয় দিনের মত ফাহমিদুলকে ফেরানো ও সিন্ডিকেট ভেঙে দেয়ার দাবিতে বিক্ষোভ করছেন তারা। আর সেখানেই ফুটবল দলের টিম বাস আটকে রাখার ঘোষণা দিয়েছেন বিক্ষুব্ধরা।

আজ বুধবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর বাইরে নিজেদের বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন অসংখ্য ফুটবল সমর্থক। যেখানে সাংবাদিকদের সামনে তারা বেশ কিছু দাবি তুলে ধরে। তাদের দাবিগুলোর বাস্তব সুরাহা না হওয়া পর্যন্ত বাংলাদেশ ফুটবল দলের টিম বাস না ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা।

আরও পড়ুন:

» ফুটবলে শৈশবের উন্মাদনা, হামজাকে মাশরাফির বিশেষ বার্তা

» স্পেনের জার্সিতে প্রথম হিসেবে রোজা রেখে খেলার বার্তা ইয়ামালের

বিক্ষোভকারীদের দাবী সমূহ :

১। ফাহমিদুলকে দল থেকে বাদ দেয়ার কারণ প্রেস ব্রিফিংয়ে কাবরেরাকে সুনির্দিষ্ট ভাবে ব্যাখ্যা করতে হবে;
২। কাবরেরা যদি কোন সিন্ডিকেট দ্বারা প্রভাবিত হয়ে থাকেন, তবে তাকে তা স্বীকার করতে হবে;
৩। তদন্ত কমিটি গঠনের মাধ্যমে ফাহমিদুলের সাথে অসৌজন্যমূলক আচরণের বিচার করতে হবে;
৪। সিন্ডিকেটের কালো হাত বাংলাদেশের ফুটবল থেকে বিদায় করতে হবে;
৫। অবশ্যই ফাহমিদুলকে ফিরিয়ে আনতে হবে।

আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা হতে পারে এশিয়ান কাপ বাছাই পর্বের ভারত ম্যাচের জন্য বাংলাদেশ দলের ২৩ সদস্যের চূড়ান্ত দল। এদিকে ফাহমিদুল ইস্যুতে বিতর্ক শুরু হওয়ায় বাফুফে সভাপতির সঙ্গে আজ জরুরী বৈঠকে বসার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহবুব সজীব ভুঁইয়া।

ক্রিফোস্পোর্টস/১৯মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল