
আবারও বিশ্বকাপের মঞ্চে ইরান। উজবেকিস্তানের বিপক্ষে ২-২ গোলে ড্র করে ২০২৬ সালের যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে পশ্চিম এশিয়ার এই দল। টানা চতুর্থবার ও সব মিলিয়ে সপ্তমবারের মতো ফুটবলের সর্বোচ্চ আসরে জায়গা করে নিল তারা।
এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ইরানের দাপট ছিল চোখে পড়ার মতো। ৮ ম্যাচে ৬ জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে থেকেই বিশ্বকাপে উঠেছে দলটি। তাদের সঙ্গে উজবেকিস্তানও রয়েছে ভালো অবস্থানে, ১৭ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে।
গতকাল রাতে ম্যাচের শুরুতে উজবেকদের কাছে ধাক্কা খায় ইরান। ১৬তম মিনিটেই এগিয়ে যায় উজবেকিস্তান, গোল করেন খোজিমত এরকিনভ। তবে বিরতির পর ঘুরে দাঁড়ায় ইরান। ৫২তম মিনিটে দলকে সমতায় ফেরান মেহেদি তারেমি। কিন্তু এক মিনিটের মধ্যে ফের লিড নেয় উজবেকিস্তান, এবার গোলদাতা আব্বোসবেক ফয়জুল্লায়েভ।
আরও পড়ুন:
» ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশেই থাকছেন ফিল সিমন্স
» বাংলাদেশের কাছে গোল না খাওয়াকে সৌভাগ্যের বলছেন ভারত কোচ
তবে ম্যাচের নাটকীয়তা তখনও বাকি ছিল। শেষ মুহূর্তে ফের দৃশ্যপটে তারেমি! ৮৩ মিনিটে ইন্টার মিলান স্ট্রাইকারের দ্বিতীয় গোলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ইরান। পুরো স্টেডিয়ামে তখন উল্লাসের বন্যা!
এশিয়া থেকে এরই মধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছে জাপান ও নিউজিল্যান্ড। এবার ইরানও সেই তালিকায় যোগ দিল। বাছাইপর্বের নিয়ম অনুযায়ী, তিনটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি বিশ্বকাপে খেলবে। তৃতীয় ও চতুর্থ দলগুলোর জন্য প্লে-অফের সুযোগ থাকছে আরও দুটি আসনের জন্য।
ক্রিফোস্পোর্টস/২৬মার্চ২৫/এফএএস
