Connect with us
ফুটবল

ম্যাচের আগে হুমকি দেয়া রাফিনহাকে ক্ষমা করলেন আর্জেন্টাইন কোচ

Brazilian Raphinha and coach Lionel Scaloni
রাফিনহা এবং আর্জেন্টাইন কোচ স্কালোনি। ছবি- সংগৃহীত

আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই মহারণ উপভোগ করতে মুখিয়ে থাকেন দর্শকরা। ফুটবলাররাও চাপে থাকেন বাড়তি প্রত্যাশার কারণে। তবে এবার ম্যাচের আগে যেন আর্জেন্টিনাকে রীতিমতো হারানোর হুমকি দিয়ে রেখেছিলেন ব্রাজিল তারকা রাফিনহা।

গতকাল আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচের আগে ‘রোমারিও টিভি’-তে দেওয়া এক সাক্ষাৎকারে রাফিনহা বলেন, ‘আমরা তাদের (আর্জেন্টিনাকে) পরাজিত করব… অবশ্যই হারাব। মাঠে এবং প্রয়োজনে মাঠের বাইরেও। আমি নিশ্চিত যে আমি গোল করব। আমি আমার সর্বশক্তি দিয়ে খেলব।’

আজ ব্রাজিলকে পরাজিত করে রাফিনহাকে তার মন্তব্যের জন্য ক্ষমা করার কথা বলেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি, ‘এটা ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ, এই ম্যাচ নিয়ে এমন সব কথা বলার দরকার নেই। আমরা সে জন্য এভাবে খেলিনি। আমি রাফিনহাকে ক্ষমা করে দিয়েছি। কারণ, আমি জানি সে ইচ্ছা করে এটা বলেনি; সে তার দলের হয়ে বলেছে।’


আরও পড়ুন:

» টানা চতুর্থবারের মতো এশিয়া থেকে বিশ্বকাপের টিকিট কাটল ইরান

» বাংলাদেশের কাছে গোল না খাওয়াকে সৌভাগ্যের বলছেন ভারত কোচ


ব্রাজিলকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারানোর পর জয়ের রহস্য জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘এটা দলীয় জয়। আমরা দল হিসেবে খেলেছি বলেই ব্রাজিলকে হারাতে পেরেছি। এমন খেলোয়াড়দের হারানোর এটাই উপায়—দলগত খেলা। তবে বলতে পারব না, এটাই সেরা জয় কি না। দারুণ একটা ম্যাচ আমরা খেলেছি।’

প্রসঙ্গত, ব্রাজিল ম্যাচে মাঠে নামার আগেই ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তারপর তারা যেভাবে ব্রাজিলকে নিয়ে ছেলে খেলা করলো, তা যেন রীতিমতো রাফিনহাকে তার বক্তব্যের জন্য দেয়া আর্জেন্টিনার প্রতিশোধ। এদিকে এমন অপ্রত্যাশিত পরাজয়ের পর সকলের কাছে ক্ষমা চেয়েছেন ব্রাজিল অধিনায়ক মার্কুইনহোস।

ক্রিফোস্পোর্টস/২৬মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল