বিশ্বকাপ বাছাইপর্বে চমক দেখিয়েই চলেছে জিম্বাবুয়ে। সিকান্দার রাজার দুর্দান্ত ফর্মে টানা জয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। আগের দুই ম্যাচে নেপাল ও নেদারল্যান্ডকে উড়িয়ে দিয়ে আজ ওয়েস্ট ইন্ডিজকে হারালো ক্রেইগ আরভিনের দল। এই জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সবার আগে দ্বিতীয পর্বে গেল তারা।
গ্রুপ ‘এ’ থেকে হারারের মাঠে টস হেরে আগে ব্যাটিং করে ২৬৮ রানে গুটিয়ে গিয়েছিল জিম্বাবুয়ে। শক্তিশালী ব্যাটিং লাইনের ক্যারিবীয়দের সামনে এই রান খুব বেশি ছিল না। তবে এই রানও টপকাতে পারেনি তারা। চাতারা-মুজারাবানি-সিকান্দারদের টাইট বোলিংয়ে ২৩৩ রানেই গুটিয়ে যায়।
ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে টুর্নামেন্টের বাছাইপর্বে রাজত্ব করছেন সিকান্দার রাজা। নামের মতো বর্তমান ক্রিকেটেও তিনি যেন এক অঘোষিত রাজা। জিম্বাবুয়ের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৬৮ রান করেন রাজা। এছাড়া রায়ান বার্লও ফিফটির দেখা পান ৫০। আর ক্রেইগ আরভিন ৪৭, গুম্বি ২৬ ও উইলিয়ামস ২৩ রান করেন।
ক্যারিবীয়দের হয়ে বল হাতে কেমো পল ৩টি, আলজারি জোসেফ ও আকিল হোসেইন ২টি করে উইকেট নেন।
২৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে কাইলি মায়ার্স ও ব্রেন্ডন কিং ভালো শুরু করেন। কিন্তু কিং (২০) আউট হওয়ার পর দ্বিতীয় উইকেট পড়তেও সময় লাগেনি। চার্লস ফিরে যান ১ রানেই। তবে মায়ার্স সর্বোচ্চ ৫৬ রান করেন। এছাড়া রস্টোন ৪৪ রান করে দলকে এগিয়ে নেন। নিকোলাস পুরান ৩৪ ও শাই হোপ ৩০ রান করে দলকে জয়ের দিকে নিয়ে যান। কিন্তু শেষদিকে আর পারেননি।
৪৪.৪ ওভারে যখন তারা অলআউট তখনও জয়ের জন্য দরকার ৩৫ রান। জিম্বাবুয়ের হয়ে তেন্ডাই চাতারা ৩টি, ব্লেসিং মুজারাবানি, এনগাভারা ও সিকান্দার ২টি করে উইকেট নেন। ব্যাট হাতে ৬৮, বল হাতে ২টি উইকেট এবং ফিল্ডিংয়ে ২টি ক্যাচ নেওয়া সিকান্দার ম্যাচসেরা হন।
গ্রুপ এ থেকে জিম্বাবুয়ে শীর্ষে, নেদারল্যান্ড দুইয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ তিনে আছে। এই গ্রুপের অপর দল নেপাল ও যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন: বাংলাদেশের সাফ মিশন: মালদ্বীপের সঙ্গে ম্যাচ শেষ ভরসা
ক্রিফোস্পোর্টস/২৪জুন২৩/এসএ