Connect with us
ফুটবল

বাফুফের ফুটবলার ট্রায়াল পরিকল্পনা, সুযোগ পাবেন প্রবাসীরাও!

BFF president Tabith Awal talk about footballer trial
ফুটবলার ট্রায়াল নিয়ে কথা বললেন তাবিথ আওয়াল। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ফুটবলে নতুন দিগন্ত উন্মোচনের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে দেশজুড়ে ও আন্তর্জাতিক পর্যায়ে ট্রায়াল আয়োজনের পরিকল্পনা করছে সংস্থাটি। বিশেষ করে, বিদেশে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের এই উদ্যোগের মাধ্যমে দলে অন্তর্ভুক্ত করার সম্ভাবনার কথা জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাবিথ আউয়াল এই পরিকল্পনার কথা জানিয়ে বলেন, ‘আমরা ভবিষ্যতে বাংলাদেশের দলে আরও প্রতিভাবান ফুটবলার দেখতে পাবো, যেখানে প্রবাসী খেলোয়াড়দের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। আগামী জুন মাসে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে ট্রায়াল আয়োজনের পরিকল্পনা রয়েছে।’

জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দল গঠনের জন্যও এই ট্রায়াল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বাফুফে সভাপতি। তিনি বলেন, ‘এই উদ্যোগ আমাদের বয়সভিত্তিক দলকে আরও সমৃদ্ধ করবে এবং বড় স্কোয়াড গঠনে সহায়তা করবে। আমি আশাবাদী, বাংলাদেশের ফুটবল কেবল সামনের দিকে এগিয়ে যাবে এবং আন্তর্জাতিক পর্যায়ে আরও উচ্চতায় পৌঁছাবে।’


আরও পড়ুন:

» বাংলাদেশের হয়ে খেলতে চান স্প্যানিশ ক্লাবে খেলা জিদান মিয়া

» লখনৌর স্কোয়াডে আরেক পেসার, ফুরোচ্ছে তাসকিনের আশা?


প্রবাসী ফুটবলারদের বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করার আলোচনা বেশ কিছুদিন ধরেই চলছে। ইতোমধ্যে হামজা চৌধুরী জাতীয় দলে যোগ দিয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। স্পেনে খেলা জিদান মিয়া, ইতালিতে খেলা ফাহমিদুল ইসলামসহ আরও বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার বাংলাদেশ দলে খেলার আগ্রহ দেখিয়েছেন। ট্রায়াল কার্যক্রম বাস্তবায়িত হলে তাদের মতো খেলোয়াড়দের সুযোগ পাওয়ার পথ আরও সহজ হবে।

এদিকে, ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত ম্যাচে বাংলাদেশ ভালো খেললেও গোল মিসের মহড়া বেশ চোখে লেগেছে। দর্শক হিসেবে ম্যাচের ফলাফলে সন্তুষ্ট না হওয়ার কথা জানান তিনি। এছাড়া তাবিথ আউয়াল বলেন, ‘এই যে এতগুলো গোল মিস করেছি আমরা, গোল মিস করে জিততে পারিনি, এই আফসোসটাই শিলং থেকে আমাদের বড় অর্জন। আমরা বিশ্বাস করি, আমরা জেতার মতো খেলেছি।’

এই ট্রায়াল কার্যক্রমের মাধ্যমে দেশ ও বিদেশের সেরা প্রতিভাদের একসঙ্গে এনে শক্তিশালী জাতীয় দল গঠনের স্বপ্ন দেখছে বাফুফে। এখন দেখার বিষয়, পরিকল্পনাটি কত দ্রুত বাস্তবে রূপ নেয় এবং নতুন প্রতিভারা লাল-সবুজের জার্সিতে কতটা আলো ছড়াতে পারেন।

ক্রিফোস্পোর্টস/২৭মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল