
এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬-এর বাছাইপর্বের ড্র আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসির সদর দপ্তরে। সেখানে শক্ত প্রতিপক্ষদের সঙ্গে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশের নারীরা। ‘সি’ গ্রুপে সাবিনা খাতুনদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান।
শক্তিমত্তার বিচারে এই তিন দলের তুলনায় বাংলাদেশ বেশ পিছিয়ে। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৩৩তম স্থানে থাকলেও, গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল মিয়ানমার রয়েছে ৫৫ নম্বরে। বাহরাইনও এগিয়ে, তাদের অবস্থান ৯২তম স্থানে। তবে তুর্কমেনিস্তান বাংলাদেশ থেকে পিছিয়ে আছে, তাদের বর্তমান র্যাঙ্কিং ১৪১।
এশিয়ার ৩৪টি দেশ এই বাছাইপর্বে অংশ নিচ্ছে। ছয়টি গ্রুপে রয়েছে চারটি করে দল, আর দুটি গ্রুপে রয়েছে পাঁচটি করে দল। আটটি গ্রুপের চ্যাম্পিয়নরা মূলপর্বে সরাসরি খেলার সুযোগ পাবে, যেখানে তাদের অপেক্ষায় থাকবে এশিয়ার শীর্ষ তিন দল—চীন, দক্ষিণ কোরিয়া ও জাপান।
আরও পড়ুন:
» বাফুফের ফুটবলার ট্রায়াল পরিকল্পনা, সুযোগ পাবেন প্রবাসীরাও!
» বাংলাদেশের হয়ে খেলতে চান স্প্যানিশ ক্লাবে খেলা জিদান মিয়া
আগামী ২৩ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত মিয়ানমারে অনুষ্ঠিত হবে এই বাছাইপর্বের ম্যাচগুলো। বাছাই সামনে রেখে প্রস্তুতি নিতে ৫৫ জন নারী ফুটবলারকে ক্যাম্পে ডাক দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ৬ এপ্রিল থেকে ক্যাম্প শুরু হবে, যেখানে বিদ্রোহী ফুটবলারদের ফেরানোর পরিকল্পনাও রয়েছে।
মূলপর্বের খেলা আগামী বছর ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। যদিও বাংলাদেশের নারীরা টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছে, তবুও তাদের জন্য বেশ কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে এই এশিয়ান কাপ বাছাইপর্বে। এবার তাই শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে লড়াই করার জন্য প্রস্তুত হতে হবে সাবিনাদের।
ক্রিফোস্পোর্টস/২৭মার্চ২৫/এফএএস
