
আসন্ন পাকিস্তান সুপার লিগ– পিএসএলে খেলার অনুমতি পেলেন বাংলাদেশের তিন ক্রিকেটার—লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের পিএসএলে অংশ নেওয়ার জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে। তবে তিনজনের ক্ষেত্রেই এনওসির মেয়াদ সমান নয়।
লিটন ও রিশাদ পুরো আসরের জন্যই এনওসি পেয়েছেন। কিন্তু নাহিদ রানাকে টেস্ট সিরিজের কারণে অপেক্ষা করতে হবে কিছুদিন। আগামী ১১ এপ্রিল শুরু হবে পিএসএলের দশম আসর, আর ১৫ এপ্রিল থেকে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হবে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজের একটি টেস্ট খেলে তারপর পিএসএলে যোগ দেবেন নাহিদ। ফলে, তিনি পেশোয়ার জালমির হয়ে প্রথম পাঁচটি ম্যাচ মিস করতে পারেন।
লিটন দাস অবশ্য জিম্বাবুয়ে সিরিজে বিশ্রামে থাকবেন, তাই পিএসএলের শুরু থেকেই করাচি কিংসের হয়ে মাঠে নামতে পারবেন। অন্যদিকে, রিশাদ হোসেন বর্তমানে জাতীয় টেস্ট দলের পরিকল্পনার বাইরে থাকায় তার জন্যও কোনো বাধা নেই। তিনি লাহোর ক্যালান্দার্সের হয়ে শুরু থেকেই খেলতে পারবেন।
আরও পড়ুন:
» এশিয়ান কাপ বাছাইয়ের কঠিন গ্রুপে পড়ল বাংলাদেশ
» বাফুফের ফুটবলার ট্রায়াল পরিকল্পনা, সুযোগ পাবেন প্রবাসীরাও!
পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে রিশাদ ও লিটন দুজনই সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন। লাহোর ক্যালান্দার্স দলে নিয়েছে লেগ স্পিনার রিশাদকে, আর করাচি কিংসে খেলবেন উইকেটকিপার-ব্যাটার লিটন। অন্যদিকে, পেশোয়ার জালমি গোল্ড ক্যাটাগরি থেকে দলে নিয়েছে পেসার নাহিদ রানাকে।
বাংলাদেশি ক্রিকেটারদের জন্য এবার পিএসএল হতে পারে নিজেদের প্রমাণের বড় মঞ্চ। বিশেষ করে নাহিদ ও রিশাদের মতো নতুনদের জন্য এই লিগ আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের পরিচিতি বাড়ানোর সুযোগ এনে দিতে পারে।
ক্রিফোস্পোর্টস/২৭মার্চ২৫/এফএএস
