Connect with us
ক্রিকেট

পুরানের ২৬ বলে ৭০ রান, লখনৌর কাছে হারলো হায়দরাবাদ

Pooran
দ্বিতীয় উইকেটে মার্শ আর পুরান ১১৬ রানের জুটি গড়েন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএল মানেই রানের উৎসব। আর সেই উৎসবের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে ক্যারিবিয়ান ব্যাটাররা। তারই নমুনা দেখালেন নিকোলাস পুরান। রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জ্বলে ওঠেন পুরান। তাতে বড় জয় পায় লখনৌ সুপারজায়ান্টস

বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে আগে ব্যাটিং করে ১৯০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছিল। এই রান তাড়া করতে নেমে একটুও বেগ পেতে হয়নি লখনৌকে। এদিন মাত্র ২৬ বল খেলে ৬টি চার ও ৬টি ছক্কায় ৭০ রানের তাণ্ডব দেখানো ইনিংস খেলেন পুরান।

Head

ট্রেভিস হেড ২৮ বলে ৪৭ রান করেন।

দ্বিতীয় উইকেটে মার্শ আর পুরানের ১১৬ ও আর ষষ্ঠ উইকেট জুটিতে মাত্র ১২ বলে ৩০ রান করে দল জেতান ডেভিড মিলার ও আবদুস সামাদ। ৩১ বলে ৫২ রান করেন মিচেল মার্শ। ৭ বলে ১৩ রানে মিলার ও ৮ বলে ২২ রানে অপরাজিত থাকেন সামাদ।


আরও পড়ুন:

» এশিয়ান কাপ বাছাইয়ের কঠিন গ্রুপে পড়ল বাংলাদেশ

» পিএসএলে খেলার অনুমতি পেলেন রিশাদ-নাহিদ-লিটন, ছাড়পত্র কত দিনের?


লখনৌ যখন ১৯৩ রানের কোটা স্পর্শ করলো তখন ওভার মাত্র ১৬.১ ওভার। তখনও ২৩টি বল বাকি ছিল আর হাতে ছিল ৫টি উইকেট। প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ালো লখনৌ। অন্যদিকে প্রথম জয়ের পরেই হার দেখলো হায়দরাবাদ।

Shardul Thakur

৪টি উইকেট শিকার করেন শার্দুল ঠাকুর।

ইনিংসের শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নেমে শার্দুল ঠাকুরের বোলিং তোপে পড়ে হায়দরাবাদ। পরপর দুই বলে অভিষেক শর্মা ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইশান কিষানকে তুলে নেন ঠাকুর। তবে ট্রেভিস হেডের ২৮ বলে ৪৭, অঙ্কিত শর্মার ১৩ বলে ৩৬ ও নিতিশ কুমার রেড্ডির ২৮ বলে ৩২ রানের ইনিংসে প্রায় দুশো ছোঁয়া ইনিংস পায় হায়দরাবাদ।

ঘরের মাঠে বড় রান পেলেও জয় পায়নি প্যাট কামিন্সের দল। এদিন লখনৌর হয়ে ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন শার্দুল ঠাকুর। আভেষ খান, দিগ্বেশ রাঠি, রবি বিষ্ণুই ও প্রিন্স যাদব একটি করে উইকেট নেন।

ক্রিফোস্পোর্টস/২৮মার্চ২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট