Connect with us
ক্রিকেট

সাকিবের ফেরার অপেক্ষায় বিসিবি, তবে বাধা আছে যেখানে

Shakib Al Hasan
সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

বেশ কিছুদিন ধরে সাকিব আল হাসানের জন্য সময়টা মোটেও ভালো যাচ্ছিল না। প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞায় পড়তে হয়েছিল তাকে। এরই মধ্যে রাজনীতিসহ নানা বিতর্কে জড়িয়ে পড়ায় দেশে ফিরতেও জটিলতা তৈরি হয়েছে। তবে সবকিছুর মাঝে আশার আলো দেখিয়েছেন তিনি—তৃতীয়বারের পরীক্ষায় বোলিং অ্যাকশনের ছাড়পত্র পেয়েছেন। এখন চেষ্টা চালাচ্ছেন জাতীয় দলে ফেরার; অপেক্ষায় আছে বিসিবিও।

সাকিবের ফেরা নিয়ে বোর্ডের মধ্যে ইতিবাচক আলোচনাই চলছে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, সাকিব নিজেও ফিরতে আগ্রহী, তবে তার ফেরাটা শুধুই ক্রিকেটীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করছে না। সরকারের অনুমোদন এবং আইনি জটিলতা এই সিদ্ধান্তকে আরও কঠিন করে তুলেছে। সব কিছু ঠিক থাকলে সাকিব আবার বাংলাদেশ দলের হয়ে মাঠে নামতে পারেন।

ক্রিকেটীয় দিক থেকে তার ফেরার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি। টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও এখনও আনুষ্ঠানিকভাবে টেস্টকে বিদায় জানাননি তিনি। ওয়ানডে খেলে যাওয়ারও ইচ্ছা রয়েছে তার। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘সাকিব যদি অন্তত একটি ফরম্যাট বেছে নেয়, তাহলে আরও কয়েক বছর সহজেই খেলতে পারবে। আমাদেরও তাকে মাঠে দেখার ইচ্ছে আছে।’

আরও পড়ুন:

» ব্রাজিলের ডাগআউটে আনচেলত্তি ছাড়াও যে কোচ আছেন প্ল্যানে

» বড় জয়ে রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়াল বার্সেলোনা

সম্প্রতি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শরীরচর্চার একটি ভিডিও পোস্ট করেছেন সাকিব, যা তার ফিটনেস নিয়ে কাজ করার ইঙ্গিত দেয়। বোর্ডও তার ফেরা নিয়ে আশাবাদী, তবে প্রশাসনিক বিষয়গুলোর সমাধান না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বোর্ডের সেই সূত্র আরও বলেন, ‘আমরা তার ফেরার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না, তবে বিষয়টি শুধু ক্রিকেটের মধ্যেই সীমাবদ্ধ নয়। কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া আছে, যেগুলোর অনুমোদন প্রয়োজন। সব কিছু ঠিক থাকলে জাতীয় দলে তার ফেরাটা সময়ের ব্যাপার মাত্র।’

আপাতত সব ফরম্যাট থেকে অবসর নেননি সাকিব। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে জাতীয় দলের হয়ে ফেরার আগে প্রশাসনিক বাধাগুলো পার হতে হবে তাকে। দেশের হয়ে খেলা এখনই সম্ভব না হলেও, শিগগিরই তাকে দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগেও দেখা যেতে পারে।

ক্রিফোস্পোর্টস/২৮মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট