
হৃদরোগে আক্রান্ত হয়ে কয়েকদিন হাসপাতালে থাকার পর অবশেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তামিম ইকবাল। আজ শুক্রবার ঢাকার একটি হাসপাতাল থেকে তাকে বাসায় নেওয়া হয়। চিকিৎসকদের মতে, পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে তামিমের অন্তত তিন মাস সময় লাগবে।
গত সোমবার বিকেএসপিতে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে বুকে ব্যথা অনুভব করেন তামিম। দ্রুতই তাকে বিকেএসপির পাশের কেপিজে হাসপাতালে নেওয়া হয়। পরে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হলেও মাঠে ফেরার পর হঠাৎই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।
সেই সময় তার অবস্থা ছিল গুরুতর। মুখ থেকে ফেনা বের হচ্ছিল, পালস পাওয়া যাচ্ছিল না। দ্রুত তাকে আবার কেপিজে হাসপাতালে ফিরিয়ে নিয়ে সিপিআর দেওয়া হয়। এরপর তাকে লাইফ সাপোর্টে রাখা হয় এবং পরীক্ষা-নিরীক্ষার পর বুকে ব্লক ধরা পড়ে। জরুরি ভিত্তিতে রিং পরানোর পর অবস্থার উন্নতি হয় তার।
আরও পড়ুন:
» সাকিবের ফেরার অপেক্ষায় বিসিবি, তবে বাধা আছে যেখানে
» ব্রাজিলের ডাগআউটে আনচেলত্তি ছাড়াও যে কোচ আছেন প্ল্যানে
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তামিমের চিকিৎসার বিষয়ে সাবেক অধিনায়ক ও তার চাচা আকরাম খান জানিয়েছিলেন, প্রয়োজনে তাকে ব্যাংকক বা সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে আপাতত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে দেশে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
চিকিৎসকরা তামিমকে কিছু নির্দিষ্ট বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দিয়েছেন। এখন কয়েক মাস বিশ্রামে থাকবেন তিনি। ক্রিকেট মাঠে ফেরার ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত হয়নি, তবে চিকিৎসকদের অনুমতি পেলেই তামিম ফিটনেস অনুশীলন শুরু করতে পারেন।
ক্রিফোস্পোর্টস/২৮মার্চ২৫/এফএএস
