
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডে সিরিজেও পরাজয়ের মুখ দেখেছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে কিউইরা। গত বুধবার অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে হারের মধ্য দিয়ে সিরিজ হাতছাড়া হয়, আজ শেষ ম্যাচ হেরে ধবলধোলাই হলো রিজওয়ানের দল।
তবে কেবল হারেই নয়, সেই ম্যাচে (দ্বিতীয় ওয়ানডে) আরেকটি দুঃসংবাদও আসে পাকিস্তান শিবিরে—শাস্তির মুখে পড়তে হয়েছে দলের খেলোয়াড়দের।
দ্বিতীয় ওয়ানডেতে ধীর গতির ওভার রেটের কারণে ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা গুনতে হয়েছে পাকিস্তানের ক্রিকেটারদের। নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করায় ম্যাচ রেফারি জেফ ক্রো আইসিসির নিয়ম অনুযায়ী এ শাস্তি দেন।
আরও পড়ুন
» পিএসএলে বাংলাদেশি ক্রিকেটারদের ম্যাচ কবে কখন?
» পিএসএলে কবে যোগ দিচ্ছেন বাংলাদেশি তিন ক্রিকেটার
পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান দোষ স্বীকার করে নেওয়ায় আলাদা শুনানির প্রয়োজন হয়নি।
ওই ম্যাচে আগে ব্যাট করে ৮ উইকেটে ২৯২ রানের সংগ্রহ গড়ে মাইকেল ব্রেসওয়েলের নেতৃত্বাধীন নিউ জিল্যান্ড। জবাবে মাত্র ৪১.২ ওভারে ২০৮ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ব্যাট হাতে ব্যর্থ হন দলের শীর্ষ সারির ব্যাটাররাও।
এছাড়া তৃতীয় ও শেষ ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৬৪ রান করে কিউইরা। জবাবে সব উইকেট হারিয়ে ২২১ রানে থামে পাকিস্তানের রানের চাকা।
সিরিজ হার ও জরিমানার সম্মিলিত ধাক্কা বড় চাপে ফেলে রিজওয়ানের দলকে। শেষ ওয়ানডে ছিল শুধুই সম্মান রক্ষার লড়াই। তাও রক্ষা হলো না পাকিস্তানের।
ক্রিফোস্পোর্টস/৫এপ্রিল২৫/এসএ
