Connect with us
স্পোর্টস বক্স

আমাদের সবাইকে ইতিহাসের কক্ষে দাঁড়াতে হবে: নাহিদ রানা

Nahid Rana
নাহিদের হৃদয় পুড়ছে গাজার অধিবাসীদের জন্য

ধ্বংস হচ্ছে গাজা উপত্যকা, কাঁদছে ফিলিস্তিন। চেয়ে চেয়ে শুধু হাহাকার দেখছে বিশ্ববাসী। নারী-পুরুষ শিশু নির্বিশেষে হত্যা করঠে দখলদার ইসরায়েলি বাহিনী। চারদিকে শুধু ধ্বংসযজ্ঞ আর আর্তনাদ। মুসলিম বিশ্ব চরম ব্যথিত। সেই ব্যথা লেগেছে টাইগার পেসার নাহিদ রানার মনেও।

গাজার অধিবাসীদের জন্য হৃদয় পুড়ছে এই পেসারের। গাজা নিয়ে নিজের ওয়ালে পোস্ট করেছেন টাইগার তারকা পেসার নাহিদ রানা। গাজায় ধ্বংসযজ্ঞের ছবি শেয়ার করে ফেসবুক পেজে নাহিদ লিখেছেন, ‘এই নিষ্ঠুরতার ভার আমাদের সবার ওপর। একদিন আমাদের সবাইকে ইতিহাসের কক্ষে দাঁড়াতে হবে।’

যুব ও ক্রীড়া উপদেষ্টাও দিয়েছেন একটি পোস্ট। তিনি লিখেছেন, গতকাল বিশ্ব মানবতার ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় যুক্ত করেছে। ফিলিস্তিনের মুক্তিকামী জনগণের প্রতি আমাদের সহমর্মিতা ও সমর্থন থাকবে।’


আরও পড়ুন

» মান তো গেলই, দুঃসংবাদও সঙ্গী হলো পাকিস্তান শিবিরে

» পিএসএলে বাংলাদেশি ক্রিকেটারদের ম্যাচ কবে কখন?


ওই ছবির সাথে আসিফ মাহমুদ একটি কবিতা লেখেন, ভাঙা ঘর, নিঃস্ব জনতা,
তবু চোখে প্রতিরোধ জ্বলে।
ফিলিস্তিন কাঁদে, বিশ্ব নীরব—
ন্যায়বিচারই হোক আমাদের একমাত্র কণ্ঠ।

এর আগে জাতীয় ক্রীড়া দিবস নিয়ে কথা বলতে গিয়ে আসিফ বলেন, ‘আজ যখন আমরা এখানে জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করছি, তখন আমাদের পুরো পৃথিবী মানবতার একটি কলঙ্কজনক দিন দেখেছে। গতকাল গাজায় ইসরায়েলি বাহিনী বর্বর হামলা চালিয়েছে। আমরা দেখেছি মানুষের লাশ কিভাবে আকাশে উড়ছে বোমার আঘাতে। আমরা গাজার জনগণের প্রতি আমাদের সহমর্মিতা ও সমর্থন জানাতে চাই এই দিন।’

গত ১৮ মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ফের ব্যাপক হামলা চালানো শুরু করে ইসরায়েলি সেনারা। ওইদিন থেকে এখন পর্যন্ত দিনে গড়ে ১০০ শিশুকে হত্যা করেছে দখলদার বাহিনী। সেই সঙ্গে সেখানে এক মাস ধরে পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে দখলদাররা। গাজার স্বাস্থ্য সেবা খাত নাজুক হয়ে পড়েছে।

ক্রিফোস্পোর্টস/৬এপ্রিল২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in স্পোর্টস বক্স