
দুই বছরের অপেক্ষা শেষ হলো নাসির হোসেনের। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়ে তথ্য গোপন করায় আইসিসি থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। সেই নিষেধাজ্ঞার মেয়াদ পার হওয়ায় আবারও মাঠে ফিরেছেন তিনি। আর মাঠে নেমেই পেয়েছেন উইকেটের দেখা।
ক্যারিয়ারের কালো অধ্যায় শেষে আবারো ২২ গজে ফিরেছেন এই অলরাউন্ডার। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে মাঠের ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে তার। সোমবার রুপগঞ্জের হয়ে মাঠে নেমেছেন নাসির।
ডিপিএলে গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হয়েছে রূপগঞ্জ টাইগার্স। এই ম্যাচে রুপগঞ্জের হয়ে খেলছেন নাসির। টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রূপগঞ্জ। তাদের একাদশে রয়েছে নাসির হোসেনের নাম। এমনকি উদ্বোধনী বোলারও ছিলেন তিনি। ১০ ওভার বল করে ৩১ রান খরচ করে নিয়েছেন ১ উইকেট।
আরও পড়ুন
» একই সাথে বিদেশের লিগে খেলতে গেলেন ৬ নারী ফুটবলার
» হাইভোল্টেজ ম্যাচের আগে কোহলির ‘জন সিনা স্টাইল’ ভাইরাল
২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে একটি আইফোন উপহার নেন নাসির। কিন্তু সেই তথ্য তিনি গোপন করেন। আর তথ্য গোপন করায় তাকে নিয়ে তদন্ত করে আইসিসি। শেষ পর্যন্ত সেই অপরাধ নাসির শিকার করে নেন।
তথ্য গোপন করে আইসিসির নিয়ম ভাঙায় নাসিরকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল। যেখানে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। শাস্তির শর্ত পূরণ করায় গতকাল থেকে নাসিরের ওপর থাকা নিষেধাজ্ঞা শেষ হয়।
রূপগঞ্জ ক্রিকেটার্স একাদশ: আব্দুল মজিদ, অমিত মজুমদার, আল আমিন (অধিনায়ক), ফয়সাল আহমেদ রায়হান, হোসনে হাবিব, আওলাদ হোসাইন জীবন, নোহায়েল সানদিদ, মহিউদ্দিন তারেক, আসাদুল্লাহ আল গালিব, আরিফুল হক ও নাসির হোসেন।
ক্রিফোস্পোর্টস/৭এপ্রিল২৫/এজে
