
প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন রিশাদ হোসেন। চলমান এই টুর্নামেন্টে লাহোর কালান্দার্সের জার্সিতে প্রতিনিধিত্ব করবেন এই টাইগার অলরাউন্ডার। তবে লাহোরের প্রথম ম্যাচে একাদশে জায়গা না পেলেও দ্বিতীয় ম্যাচ দিয়ে পিএসএলে অভিষেক হচ্ছে এই তরুণ লেগির।
আজ (রবিবার) পিএসএলের চতুর্থ ম্যাচে কোয়েটা গ্লাডিয়েটর্সের মুখোমুখি হচ্ছে লাহোর কালান্দার্স। এই ম্যাচে লাহোরের একাদশে জায়গা করে নিয়েছেন রিশাদ হোসেন। তাকে অভিষেক ক্যাপ পরিয়ে দিয়েছেন লাহোরের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি।
রাওয়ালপিন্ডিতে টস জিতে লাহোরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে কোয়েটা। প্রথম ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে লাহোর। নামিবিয়ান অলরাউন্ডার ডেভিড ভিসার পরিবর্তে দলে জায়গা করে নিয়েছেন রিশাদ। অন্যদিকে কোয়েটার একাদশেও একটি পরিবর্তন আনা হয়েছে। কিউই পেসার কাইল জেমিসনের একাদশে সুযোগ পেয়েছেন ক্যারিবিয়ান স্পিনার আকিল হোসেন।
আরও পড়ুন:
» পিএসএলে রানার ‘গতির ঝড়’ দেখতে মুখিয়ে আছে পাকিস্তানিরা
» নিষেধাজ্ঞা প্রত্যাহারের আপিলের পর উল্টো শাস্তি বাড়ল হৃদয়ের
লাহোর কালান্দার্স একাদশ : ফখর জামান, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ নাঈম, ড্যারিল মিচেল, স্যাম বিলিংস, সিকান্দার রাজা, রিশাদ হোসেন, শাহীন আফ্রিদি (অধিনায়ক), জাহানদাদ খান, হারিস রউফ ও আসিফ আফ্রিদি।
কোয়েটা গ্লাডিয়েটর্স একাদশ : সৌদ শাকিল (অধিনায়ক), ফিন অ্যালেন, হাসান নওয়াজ, রাইলি রুসো, কুশাল মেন্ডিস, শোয়েব মালিক, ফাহিম আশরাফ, আকিল হোসেন, মোহাম্মদ আমির, আবরার আহমেদ, উসমান তারিক।
এর আগে প্রথম ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে বাজে ব্যাটিংয়ের কারণে হেরেছিল লাহোর। প্রথমে ব্যাট করে ১৩৯ রানে গুটিয়ে যায় দলটি, যা ৮ উইকেট হাতে রেখে সহজেই টপকে যায় ইসলামাবাদ। তবে আজ কোয়েটার বিপক্ষে প্রথম জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়াতে চাইবেন ফখর-শাহীনরা।
ক্রিফোস্পোর্টস/১৩এপ্রিল২৫/বিটি
