Connect with us
ক্রিকেট

বাংলাদেশ বনাম ভারত : একনজরে ওয়ানডে ও টি-২০ সিরিজের সূচি

Bangladesh vs India_ODI and T20 series schedule at a glance
সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ভারত। ছবি- সংগৃহীত

আইসিসির ভবিষ্যৎ সূচি পরিকল্পনায় (এফটিপি) চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফর করবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। এবার সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে।

আজ মঙ্গলবার(১৫ এপ্রিল) ভারতের বাংলাদেশ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব ঠিক থাকলে আগামী ১৩ আগস্ট ঢাকায় পা রাখবে ভারতীয় ক্রিকেট দল।

প্রথমে ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। ১৭ আগস্ট মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। একই ভেন্যুতে ২০ আগস্ট সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:

» বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে : এক নজরে টেস্ট সিরিজের সময়সূচি

» মে মাসে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা, একনজরে ম্যাচসূচি 

দ্বিতীয় ওয়ানডে শেষে বন্দরনগরী চট্টগ্রামে পাড়ি জমাবে দুই দল। এরপর ২৩ আগস্ট সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) অনুষ্ঠিত হবে ম্যাচটি।

Bangladesh vs India

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি খেলেছে বাংলাদেশ। ছবি- এএফপি

ওয়ানডে সিরিজ শেষে দুইদিনের বিরতি কাটিয়ে ২৬ আগস্ট মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। চট্টগ্রামের একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। প্রথম টি-টোয়েন্টি শেষে পুনরায় ঢাকায় ফিরবে দুই দল। এরপর ২৯ ও ৩১ আগস্ট মিরপুরে যথাক্রমে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে দুই দল। তবে ম্যাচ শুরুর সময় এখনো নির্ধারিত হয়নি।

বাংলাদেশ ও ভারত সিরিজের সময়সূচি : 

ওয়ানডে

 তারিখ  ম্যাচ  ভেন্যু
 ১৭ আগস্ট  ১ম ওয়ানডে  মিরপুর
 ২০ আগস্ট  ২য় ওয়ানডে  মিরপুর
 ২৩ আগস্ট  ৩য় ওয়ানডে  চট্টগ্রাম

টি-টোয়েন্টি

 তারিখ  ম্যাচ  ভেন্যু
 ২৬ আগস্ট  ১ম টি-টোয়েন্টি  চট্টগ্রাম
 ২৯ আগস্ট  ২য় টি-টোয়েন্টি  মিরপুর
 ৩১ আগস্ট  ৩য় টি-টোয়েন্টি  মিরপুর

সবশেষ ২০২২ সালে ৩টি ওয়ানডে ও ২টি খেলতে বাংলাদেশে এসেছিল ভারত। ওয়ানডেতে স্বাগতিকরা ২-১ ব্যবধানে জয় পেলেও, টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছিল সফরকারীরা।

ক্রিফোস্পোর্টস/১৫এপ্রিল২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট