Connect with us
ক্রিকেট

রিশাদে মুগ্ধ ইংলিশ তারকা, তুলনা করলেন রশিদ খানের সঙ্গে

Sam billings praises Rishad Hossain
উইকেটের পেছনে রিশাদের বোলিংয়ের প্রেমে পড়েছেন স্যাম বিলিংস। ছবি- সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। মাত্র ২ ম্যাচ খেলেই অনেকের মন জয় করে নিয়েছেন তিনি। লাহোর কালান্দার্সের শেষ দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছেন তিনি। তাছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিও এই টাইগার তরুণ।

রিশাদের এমন পারফরম্যান্সে মুগ্ধ দলটির অধিনায়ক থেকে শুরু করে মালিকও। এবার রিশাদ প্রশংসায় মাতলেন ইংলিশ তারকা স্যাম বিলিংস। এই উইকেটরক্ষক-ব্যাটার রিশাদের প্রশংসা করতে গিয়ে আফগান লেগস্পিন তারকা রশিদ খানের সঙ্গে তুলনা করেছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) করাচি কিংসের বিপক্ষে ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন রিশাদ। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে রিশাদের প্রশংসায় মাতেন স্যাম। সংবাদ সম্মেলনে ভিন্ন প্রশ্নে কথা চলাকালেই রিশাদ প্রসঙ্গে কথা বলা শুরু করেন এই ইংলিশ তারকা।

আরও পড়ুন:

» নিজ জেলা পঞ্চগড়ে হাসপাতালের দাবি জানালেন শরিফুল

» বিশ্বকাপ বাছাইপর্বে টানা ৩ জয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ 

প্রথমবার রিশাদের সঙ্গে মাঠে একসঙ্গে খেলার অভিজ্ঞতা জানিয়ে স্যাম বলেন, ‘তার বয়সের একজন খেলোয়াড় যেভাবে বল করছে—অবিশ্বাস্য। এবারই প্রথম ওকে এত কাছ থেকে দেখছি, একসঙ্গে খেলছি। ওর বোলিং দেখে আমি বিস্মিত। সে সত্যিই অসাধারণ।’

বর্তমানে বিশ্ব লেগস্পিনের পোস্টারবয় রশিদ খানের সঙ্গেও রিশাদের তুলনা করেছেন স্যাম। এর আগে লাহোরের জার্সিতে মাঠ মাতিয়েছেন রশিদ। এবারের আসরে রশিদে শূন্যস্থান রিশাদ ভালোভাবেই পূরণ করছেন বলে মনে করেন স্যাম।

এই ইংলিশ তারকা বলেন, ‘টি-টোয়েন্টিতে রিস্ট স্পিন অনেক বড় একটা বিষয়। মাঝের ওভারগুলোয় উইকেট তুলতে এটা বেশ কার্যকরী ভূমিকা রাখে। গতবার এই দলে ছিল রশিদ খান। এবার সে জায়গায় রিশাদ খেলছে এবং দারুণভাবে রশিদ খানের ঘাটতি পূরণ করছে।’

প্রথম ম্যাচে একাদশে সুযোগ না পেলেও দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই নজর কাড়েন রিশাদ। ২ ম্যাচে ৬ উইকেট নিয়ে দখলে নিয়েছেন মেরুন রঙের ফজল মাহমুদ ক্যাপ। পিএসএলে এই ক্যাপ সর্বোচ্চ উইকেটশিকারীর স্বীকৃতি। রিশাদ যতদিন এই তালিকায় শীর্ষে থাকবেন, ততদিন তার দখলেই থাকবে এই ক্যাপ।

ক্রিফোস্পোর্টস/১৬এপ্রিল২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট