
চীনে একটি ভবনের ১১তলা থেকে পড়ে মারার গেছেন গ্যাবন জাতীয় দলের ফুটবলার অ্যারন বুপেন্দজা। তার মৃত্যুর বিষয়টি জানিয়েছে গ্যাবন ন্যাশনাল ফুটবল ফেডারেশন (ফেগাফুট)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ২৮ বছর। তার অকাল মৃত্যুতে দেশটির ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
বুপেন্দজা সম্প্রতি চীনের ক্লাব জেনজিয়াং এফসির হয়ে খেলছিলেন। তার অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ফেডারেশন। এক বিবৃতিতে তারা লিখেছে, ‘অ্যারন বুপেন্দজা ছিলেন আমাদের একজন দুর্দান্ত স্ট্রাইকার। ক্যামেরুনে আফ্রিকা কাপ অব নেশনসে তার পারফরম্যান্স স্মরণীয় হয়ে থাকবে।’
তবে বুপেন্দজা কীভাবে ভবন থেকে পড়েছেন সে বিষয়ে জানা যায়নি। গ্যাবনের স্থানীয় সংবাদমাধ্যম ‘গ্যাবন টোয়েন্টিফোর’ জানিয়েছে, ‘বুপেন্দজা কীভাবে এত উঁচু ভবন থেকে নিচে পড়ে গেলেন তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে তদন্ত চলছে।’
আরও পড়ুন:
» ২০২৮ অলিম্পিকে থাকছে ক্রিকেট, ভেন্যুর নাম ঘোষণা
» বাংলাদেশি ভাই, তোমাকে ভালোবাসি―রিশাদকে লাহোরের মালিক
২০১৫ সালে গ্যাবানের ক্লাব মোনানা দিয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন বুপেন্দজা। এরপর ২০১৭ সালে ফরাসি ক্লাব বোর্দোতে পাড়ি জমান। সময়ের সঙ্গে পর্তুগাল, কাতার, সৌদি আরবের আরও কয়েকটি ক্লাবে খেলেছিলেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের এফসি চিনচিনাতি ছেড়ে চীনের জেনজিয়াং এফসিতে যোগ দেন তিনি।
ক্লাব ক্যারিয়ারে মোট ২১৮টি ম্যাচ খেলে ৯৬ গোল করেছেন বুপেন্দজা। না ফেরার দেশে পাড়ি জমানোর আগে জেনজিয়াংয়ের হয়ে মাত্র ৬ ম্যাচেই ৪ গোল করেন প্রতিভাবান এই স্ট্রাইকার
এছাড়া জাতীয় দলের হয়েও অনেক বছর খেলেছেন বুপেন্দজা। গ্যাবনের জার্সিতে ৫টি গোলও রয়েছে তার। ২০২২ সালে আফ্রিকা কাপ অব নেশনসে কমরোসের বিপক্ষে গ্যাবনের একমাত্র গোলটি করে দলকে জয় এনে দিয়েছিলেন বুপেন্দজা।
ক্রিফোস্পোর্টস/১৬এপ্রিল২৫/বিটি
