Connect with us
অন্যান্য

ভুটানে স্বর্ণ পদক জিতলেন বাংলাদেশি বক্সার

Utsob Ahmed
উৎসব আহমেদ। ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক বক্সিংয়ে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনলেন বক্সার উৎসব আহমেদ। প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্যারিয়ারে স্বর্ণ জিতেছেন আনসারের এই বক্সার। ভুটানে অনুষ্ঠিত চার জাতির আন্তর্জাতিক বক্সিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক এই তরুণ বক্সার।

থিম্পুতে ব্যান্টনওয়েট (৫৪ কেজি) ক্যাটাগরির ফাইনালে নেপালের প্রতিদ্বন্দ্বী চন্দ্র থাপাকে পরাজিত করে আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম স্বর্ণপদক ছোঁয়ার স্বাদ পেয়েছেন উৎসব। এর আগে গ্রুপ পর্বেও দারুণ পারফরম্যান্স দেখান তিনি। সেখানে স্বাগতিক ভুটানের বক্সার ফোনসু কারমাকে হারিয়ে দেন এই তরুণ।

আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম স্বর্ণ জেতার পর বেশ উচ্ছস্বিত উৎসব। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। সামনে পাকিস্তানে অনুষ্ঠিতব্য এসএ গেমস নিয়েও নিয়ে ভীষণ আশাবাদী এই তরুণ বক্সার।

আরও পড়ুন:

» ১১ তলা থেকে পড়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ফুটবলার

» ২০২৮ অলিম্পিকে থাকছে ক্রিকেট, ভেন্যুর নাম ঘোষণা 

উৎসব বলেন, ‘অ্যামেচার বক্সিংয়ে এটি আমার প্রথম আন্তর্জাতিক সোনা। সামনে পাকিস্তানে অনুষ্ঠিতব্য এসএ গেমসে স্বর্ণ জয় এখন আমার প্রধান লক্ষ্য। সঠিক অনুশীলন ও সুযোগ পেলে ইনশাআল্লাহ সামনে দেশকে আরও গৌরব এনে দিতে পারব।’

স্বর্ণপদক জয় করলেও ভুটানে যাওয়া নিয়ে শুরু থেকেই ছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত স্বর্ণ জিতলেও, টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করা সহজ ছিল না তার জন্য। এ বিষয়ে দলের কোচ শফিউল আজম মাসুদ ভুটান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানান, ‘এই টুর্নামেন্টের জন্য গত মাসেই নিবন্ধন করতে হয়েছে আমাদের। ফেডারেশনের সাবেক কমিটির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন ভাই উৎসবের জন্য টিকিট কেটে দিয়েছেন। নইলে সে এখানে এসে দেশের জন্য স্বর্ণ জিততে পারত না। এছাড়া সেনাবাহিনীর মেজর ইসরাফিল ভাইও আমাদেরকে সহযোগিতা করেছেন। সবার কাছে আমরা কৃতজ্ঞ।’

এছাড়া এ প্রতিযোগিতায় স্বর্ণ পদক ছাড়াও তিনটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে বাংলাদেশ। সেনাবাহিনীর হোসেন আলী ৬৩ কেজিতে, জান্নাতুল ফেরদৌস ৪৮ কেজিতে এবং কায়মা খাতুন ৫০ কেজিতে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছেন।

ক্রিফোস্পোর্টস/১৬এপ্রিল২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য