Connect with us
ক্রিকেট

বিশ্বকাপের টিকিট পেতে বাংলাদেশের সামনে সহজ সমীকরণ

Bangladesh faces a simple equation to get a ticket to the World Cup
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

পাকিস্তানে চলমান নারী বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। প্রথম তিন ম্যাচে টানা জয়ে তুলে নিয়েছে টাইগ্রেসরা। এতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। টানা তিন জয়ে বিশ্বকাপে খেলার পথ বেশ মসৃণ করে রেখেছে নিগার সুলতানা জ্যোতির দল।

বাছাইপর্বের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ১৭৮ রানের রেকর্ড ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে আইরিশদের বিপক্ষে ২৩৫ রান তাড়া করে ২ উইকেটের জয় তুলে নেন জ্যোতিরা। এছাড়া সবশেষ তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে রেকর্ড ২৭৬ রান সংগ্রহের পর ৩৪ রানে জয় পায় টাইগ্রেসরা।

টানা তিন জয় নিয়ে বিশ্বকাপে জায়গা অনেকটা নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। বাছাইপর্বে জ্যোতিদের বাকি দুই ম্যাচ। যেখানে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক পাকিস্তান। এর মধ্যে যেকোনো এক ম্যাচে জয় পেলেই বিশ্বকাপে জায়গা করে নেবে বাংলাদেশের মেয়েরা।

আরও পড়ুন:

» ভুটানে স্বর্ণ পদক জিতলেন বাংলাদেশি বক্সার

» ১১ তলা থেকে পড়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ফুটবলার 

তবে বাকি দুটো ম্যাচে হেরে গেলেও বিশ্বকাপে খেলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। বিশ্বকাপে খেলার দৌড় থেকে ইতোমধ্যে ছিটকে গেছে থাইল্যান্ড ও আয়ারল্যান্ড। বাংলাদেশের সমান ৩ জয় নিয়ে দুইয়ে আছে পাকিস্তান। ৪ পয়েন্ট নিয়ে তিনে স্কটল্যান্ড, তাদের ম্যাচ বাকি ১টি। আর ওয়েস্ট ইন্ডিজ ২ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থা করছে। তবে তাদের এখনও ২টি ম্যাচ বাকি আছে।

বাকি দুই ম্যাচে বাংলাদেশ হেরে গেলেও পয়েন্ট থাকবে ৬। অন্যদিকে স্কটল্যান্ড ও ওয়েস্ট তাদের বাকি ম্যাচ জিতে নিলে পয়েন্ট দাঁড়াবে ৬। তবে সেক্ষেত্রে নেট রানরেটের কারণে বাংলাদেশের শীর্ষ দুইয়ে থাকার সম্ভাবনাই বেশি থাকবে। কেননা নেট রানরেটে স্কটল্যান্ড (+০.১৩৬) ও ওয়েস্ট ইন্ডিজের (-০.৫২৬) চেয়ে অনেক এগিয়ে বাংলাদেশ (+১.৪৯৪)।

উল্লেখ্য, ইতোমধ্যে ৬ দল নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সুযোগ করে নিয়েছে। চলমান বাছাইপর্ব থেকে ২ দল বিশ্বকাপের টিকিট পাবে।

ক্রিফোস্পোর্টস/১৬এপ্রিল২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট