Connect with us
ক্রিকেট

টানা ৩ জয়ের পর বাংলাদেশের প্রথম হার, বাড়ল অপেক্ষা

BanW vs WIW
বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ছবি- সংগৃহীত

আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের জয়রথ থামালো ওয়েন্ট ইন্ডিজ। টানা ৩ জয়ের পর চতুর্থ ম্যাচে ক্যারিবিয়ানদের কাছে প্রথম হারের স্বাদ পেয়েছে টাইগ্রেসরা। এতে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার জন্য আরও অপেক্ষা করতে হবে নিগার সুলতানা জ্যোতিদের।

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ৪৬ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।

এদিন ব্যাট করতে নেমে ইনিংসের পঞ্চম ওভারে সোবহানা মোস্তারিকে হারায় বাংলাদেশ। ৬ রানে ফেরা এই ওপেনার বাছাইপর্বে টানা তৃতীয়বারের মতো ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। সোবহানাকে হারানোর পর ফারজানা হক ও শারমীন আক্তারের ব্যাটে দারুণভাবে এগোতে থাকে বাংলাদেশ। দলীয় ১৩৪ রানের মাথায় ফারজানা ফিরে গেলে ভেঙে যায় ১১৮ রানের জুটি। প্যাভিলিয়নে ফেরার আগে ৭৮ বলে ৪২ রান করেন এই ওপেনার।

আরও পড়ুন:

» ভুটানে স্বর্ণ পদক জিতলেন বাংলাদেশি বক্সার

» বিশ্বকাপের টিকিট পেতে বাংলাদেশের সামনে সহজ সমীকরণ 

এর কিছুক্ষণ পর ফিরে যান শারমীনও। ৭৯ বলে ৬৭ রানে করেন দুর্দান্ত ছন্দে থাকা এই ব্যাটার। পরপর দুই উইকেট হারানোর পরেই বাধে বিপত্তি। এরপর ধস নামে বাংলাদেশের মিডল অর্ডারে। একে একে জ্যোতি (৫), স্বর্ণা আক্তার (৬), ঋতু মনি(১৫), ফাহিমা খাতুনরা (৯) প্যাভিলিয়নের পথ ধরেন।

শেষদিকে নাহিদা আক্তারের ২৫ এবং রাবেয়া খাতুনের ২৩ রানে ভর করে ২২৭ রানের পুঁজি পায় টাইগ্রেসরা। ওয়েস্ট ইন্ডিজে হয়ে একাই ৪টি উইকেট নেন আলিয়া অ্যালিন। এছাড়া হেইলি ক্রিস্টেন ম্যাথিউস ও আফি ফ্লেচার ২টি করে উইকেট শিকার করেন।

এরপর বাংলাদেশ বোলিংয়ে নেমে নিয়মিত বিরতিতে ওয়েস্ট ইন্ডিজের উইকেট তুলে নিতে সক্ষম হয়। তবে স্কোরবোর্ডে রান কম থাকায় শেষ পর্যন্ত হার এড়াতে পারেননি জ্যোতিরা। চিনেলে হেনরির অপরাজিত ৫১ এবং অন্যান্য ব্যাটারদের মাঝারি ও ছোট ছোট ক্যামিওতে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা।

বাংলাদেশের পক্ষে ২টি উইকেট শিকার করেন মারুফা আক্তার। এছাড়া ১টি করে উইকেট নেন জান্নাতুল ফেরদৌস, নাহিদা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন ও ঋতু মনি।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ নারী দল: ২২৭/৯ (৫০ ওভার)
স্কটল্যান্ড নারী দল: ২২৮/৭ (৪৬ ওভার)
ফলাফল: ওয়েস্ট ইন্ডিজ নারী দল ৩ উইকেটে জয়ী

ক্রিফোস্পোর্টস/১৭এপ্রিল২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট