Connect with us
ফুটবল

ত্রিদেশীয় সিরিজ খেলতে জর্ডান যাচ্ছে বাংলাদেশ

Bangladesh Women's Football Team
বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি- সংগৃহীত

নারী এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ফুটবল দল। আগামী জুনের শেষ সপ্তাহে শুরু হবে বাছাইপর্বের ম্যাচ। তার আগে নিজেদের ভালোভাবে প্রস্তুত করতে জর্ডানে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাঘিনীরা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।

আগামী মে মাসের শেষ সপ্তাহে শুরু হচ্ছে এই ত্রিদেশীয় সিরিজ। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে স্বাগতিক জর্ডান ও ইন্দোনেশিয়া। তিনটি দলই একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে।

সব ঠিক থাকলে আগামী ২৭ মে জর্ডানের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ। এরপর ৩১ মে ও ৩ জুন দু’টি ম্যাচ খেলবে বাঘিনীরা। কিন্তু কার বিপক্ষে কোন দিন ম্যাচ সেটা এখনো নির্ধারিত হয়নি। তাছাড়া এই ত্রিদেশীয় সিরিজের কোনো ফাইনাল নেই।

আরও পড়ুন:

» টানা ৩ জয়ের পর বাংলাদেশের প্রথম হার, বাড়ল অপেক্ষা

» ভুটানে স্বর্ণ পদক জিতলেন বাংলাদেশি বক্সার

এ বিষয়ে মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘এশিয়ান কাপ বাছাইয়ের জন্য আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে চাই। তাই জর্ডানে দুটি ম্যাচের ব্যবস্থা করা হয়েছে। কোচের পরামর্শে দল ২৭ মে জর্ডান রওনা দেবে।’

এরপর ২৩ জুন থেকে শুরু হবে নারী এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ, যা চলবে ৫ জুলাই পর্যন্ত। বাছাইপর্বে বাংলাদেশ খেলবে সি গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ মায়ানমার, বাহরাইন ও তুর্কেমেনিস্তান। এই গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মায়ানমারে।

এর আগে কখনোই এশিয়ান কাপে খেলা হয়নি বাংলাদেশের। তবে বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলেই প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার স্বপ্ন পূরণ হবে লাল-সবুজের মেয়েদের।

ক্রিফোস্পোর্টস/১৭এপ্রিল২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল