Connect with us
ক্রিকেট

পিএসএলে রিশাদের দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে যা বলছে বিসিবি

Rishad Hossain_PSL
রিশাদ হোসেন। ছবি- পিসিবি

পাকিস্তান সুপার লিগে (পিএসএলে) চলছে টাইগার ক্রিকেটার রিশাদ হোসেনের স্পিন ভেলকি। প্রথমবার পাকিস্তানের এই ফ্রাঞ্চাইজি লিগ খেলতে গিয়েই বাজিমাত এই লেগস্পিনার। প্রথম দুই ম্যাচেই বল হাতে নিজ দল লাহোর কালান্দার্সের জয়ে বড় অবদান রেখেছেন এই তরুণ।

এবারের পিএসএলে লাহোরের প্রথম ম্যাচে মূল একাদশে জায়গা পাননি রিশাদ। তবে দ্বিতীয় ম্যাচ দিয়েই পিএসএলে অভিষেক ঘটে তার। কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে সেই ম্যাচে ৪ ওভারে ৩১ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। তার দলও জয় পায় বেশ বড় ব্যবধানে। এরপর দ্বিতীয় ম্যাচেও পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখেন রিশাদ। ৪ ওভারে ২৬ রান দিয়ে এবারও তুলে নেন ৩টি উইকে। এই সহজেই টুর্নামেন্টের দ্বিতীয় জয় তুলে নেয় শাহীন শাহ আফ্রিদির দল।

প্রথম দুই ম্যাচে এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর অনেক প্রশংসা কুড়াচ্ছেন রিশাদ। অধিনায়ক ও সতীর্থ থেকে শুরু করে দলের মালিকও তার প্রশংসায় মেতেছেন। এবার তার পারফরম্যান্সের প্রশংসা করলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। তার পারফম্যান্সে সন্তুষ্ট এই বিসিবি কর্তা।

আরও পড়ুন:

» ত্রিদেশীয় সিরিজ খেলতে জর্ডান যাচ্ছে বাংলাদেশ

» টানা ৩ জয়ের পর বাংলাদেশের প্রথম হার, বাড়ল অপেক্ষা 

আজ বৃহস্পতিবার সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফাহিম বলেন, ‘রিশাদের সঙ্গে আগের দিন কথা হয়েছে। সে খেলার প্রতি দারুণভাবে মনোযোগী আছে। ম্যাচে ভালো ফলাফল করাটা তার জন্য খুব গুরুত্বপূর্ণ। শুরুতেই সে ভালো পারফরম্যান্স করতে পারছে, যা ওকে আরও বেশি আত্মবিশ্বাস জোগাবে। তাছাড়া দলেও নিজের অবস্থান আরও মজবুত করতে সহায়তা করবে, যেটা ওর জন্য খুবই দরকার ছিল।’

এছাড়া রিশাদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন ফাহিম। তিনি বলেন, ‘রিশাদ এখনো তরুণ। ওর বাইরের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা খুব একটা নেই। তবে আমি বিশ্বাস করি, এই সুযোগটিকে সে দারুণভাবে কাজে লাগাবে। সে যখন দেশে ফিরবে, তখন হয়ত এক পরিণত এবং আরও আত্মবিশ্বাসী রিশাদকে আমরা পাবো।’

দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে উঠেছিলেন রিশাদ। তবে গতকাল মুলতান সুলতানসের বিপক্ষে ৪ উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষে উঠে গেছেন জেসন হোল্ডার। তার উইকেট সংখ্যা ৯। আর ৬ উইকেট নিয়ে দুইয়ে আছে রিশাদ।

ক্রিফোস্পোর্টস/১৭এপ্রিল২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট