Connect with us
অন্যান্য

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতার যাচ্ছেন ৪ নারী ক্রীড়াবিদ

Four female athletes are going to Qatar as part of the chief advisor's tour
প্রধান উপদেষ্টার সঙ্গে কাতার যাচ্ছেন ৪ নারী ক্রীড়াবিদ। ছবি- সংগৃহীত

প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে যাচ্ছেন বাংলাদেশের ৪ নারী ক্রীড়াবিদ। আর্থনা সম্মেলনে যোগ দিতে আগামী সোমবার (২১ এপ্রিল) কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। চারদিনের এ সফরে প্রধান উপদেষ্টা সফরসঙ্গী হচ্ছেন নারী ক্রিকেট দল ও নারী ফুটবল দলের ৪ ক্রীড়াবিদ।

প্রথমবারের মতো কোনো সরকারপ্রধানের রাষ্ট্রীয় সফরে সঙ্গী হতে যাচ্ছেন নারী ক্রীড়বিদদের একটি দল। যেখানে আছেন দুই ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা এবং দুই ফুটবলার আফিদা খন্দকার ও ⁠শাহেদা আক্তার। বাংলাদেশের এই নারী ক্রীড়াবিদদের প্রধান উপদেষ্টার সঙ্গে কাতার সফরের আমন্ত্রণ জানিয়েছে কাতার ফাউন্ডেশন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এই চার ক্রীড়াবিদ। প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আফিদা-সুমাইয়ারা।

আরও পড়ুন:

» পিএসএলে রিশাদের দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে যা বলছে বিসিবি

» ত্রিদেশীয় সিরিজ খেলতে জর্ডান যাচ্ছে বাংলাদেশ 

কাতার নারী ফুটবল দলকে বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানাতে চান আফিদা-শাহেদা। তারা বলেন, ‘দক্ষিণ এশিয়ার বাইরে এশিয়ার অন্য দলের সঙ্গে আমাদের ম্যাচ খেলার খুব একটা সুযোগ হয় না। আমরা কাতার নারী টিমকে আমাদের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানাতে চাই। এ সফরে আমরা তাদের স্পোর্টস ফ্যাসিলিটিসগুলো ঘুরে দেখতে চাই। ফুটবল নিয়ে তাদের চিন্তাভাবনাগুলো জানতে চাই।’

কাতারে ক্রিকেট খুব বেশি জনপ্রিয় নয়। তবে সফরের আমন্ত্রণ পাওয়া সুমাইয়া ও শারমিন ক্রিকেট নিয়ে তাদের প্রতি আগ্রহ তৈরির চেষ্টা করবেন। তারা বলেন, ‘কাতারে ক্রিকেট তেমনটা জনপ্রিয় নয়। আমরা এ সফরে ক্রিকেট নিয়ে তাদের মধ্যে আগ্রহ তৈরির চেষ্টা করব। আমাদের পুরুষ ক্রিকেট দল ও নারী ক্রিকেট দলের গল্পগুলো তুলে ধরব। আমরা একটি প্রেজেন্টেশন তৈরি করে নিয়ে যাব।’

নারী ক্রীড়াবিদদের নিয়ে এই সফরের পরিকল্পনা নিয়ে ব্যাপক উৎসাহ ও সমর্থন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। তিনি বলেন, ‘আমি চাই, তোমরা তোমাদের জীবনের সত্যিকারের কথাগুলো তাদের কাছে তুলে ধরবে। তোমরাই এদেশের স্পোর্টস অ্যাম্বাসেডর। সেখানে তোমরা এদেশের স্পোর্টসকে প্রতিনিধিত্ব করবে। তোমাদের এ রাষ্ট্রীয় সফরে সঙ্গে নিয়ে যেতে পারে আমিও ভীষণ আনন্দিত।’

আগামী সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারের উদ্দেশ্যে উড়াল দেবেন নারী ক্রীড়াবিদরা।

ক্রিফোস্পোর্টস/১৭এপ্রিল২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য