Connect with us
ক্রিকেট

সিলেট টেস্টের টিকিটের দাম জানাল বিসিবি, কিনবেন যেভাবে

Bangaldesh vs Zimbabwe_Sylhet Test
রবিবার শুরু হচ্ছে সিলেট টেস্ট। ছবি- সংগৃহীত

আগামী রবিবার (২০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। আজ (বৃহস্পতিবার) এক বিজ্ঞপ্তিতে টিকিট মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিলেট স্টেডিয়ামে সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটে। এই টিকিট মিলবে ৫০০ টাকায়। দ্বিতীয় সর্বোচ্চ দামে মিলবে ক্লাব হাউজের টিকিট। এর দাম নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। ২ নম্বর গেটের পূর্বদিকের গ্যালারির টিকিট মিলবে ১৫০ টাকায়।

শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। এছাড়া গ্রিন হিল, শহিদ তুরাব স্ট্যান্ড (পশ্চিম দিক) ও ৩ নম্বর গেটের পূর্বদিকের গ্যালারির টিকিট মিলবে ৫০ টাকায়।

আরও পড়ুন:

» প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতার যাচ্ছেন ৪ নারী ক্রীড়াবিদ

» পিএসএলে রিশাদের দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে যা বলছে বিসিবি 

সিলেটে স্টেডিয়ামের গ্যালারিতে বসে খেলা দেখার জন্য আগামীকাল শুক্রবার (১৮ এপ্রিল) থেকে টিকিট কাটতে পারবেন দর্শকরা। আগামীকাল থেকে মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায় টিকিট পাওয়া যাবে। এছাড়া শনিবার থেকে স্টেডিয়ামের কাউন্টার থেকেও টিকিট কাটতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

টেস্ট সিরিজ খেলতে গত মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে দল। বর্তমানে তারা সিলেটে অবস্থান করছেন। আজ প্রথমদিনের মতো সিলেটে অনুশীলন করেছে সফরকারীরা।

এদিকে জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে ১৩ এপ্রিল থেকে সিলেটে টাইগারদের ক্যাম্প শুরু হয়েছে। প্রধান কোচ ফিল সিমন্সসহ অন্যান্য সকল কোচদের অধীনে অনুশীলন শুরু করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মুমিনুল হকসহ টেস্ট দলের অন্যান্য ক্রিকেটাররা।

রবিবার সিলেটে প্রথম টেস্ট মাঠে গড়াবে স্থানীয় সময় সকাল ১০টায়। এরপর ২৮ এপ্রিল মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ক্রিফোস্পোর্টস/১৭এপ্রিল২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট