Connect with us
ফুটবল

২০২৬ বিশ্বকাপ খেলবেন কিনা জানালেন মেসি

Messi_2026 WC
লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

২০২২ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ে পূর্ণতা পেয়েছিল লিওনেল মেসির ক্যারিয়ার। অনেকেই ধারণা করেছিলেন ২০২২ বিশ্বকাপের পর ফুটবলকে বিদায় জানিয়ে দেবেন তিনি। তবে এই ধারণাকে ভুল প্রমাণিত করে এখনো মাঠ মাতিয়ে যাচ্ছেন এই আর্জেন্টাইন মহাতারকা।

কাতার বিশ্বকাপের পর বিভিন্ন সময়ে আলোচনায় উঠে এসেছিল মেসির অবসর প্রসঙ্গ। বিশেষ করে সবশেষ কোপা আমেরিকা চলাকালে জোরালো গুঞ্জন ছিল, টুর্নামেন্ট শেষেই আকাশী-নীলদের বিদায় জানিয়ে দেবেন তিনি। তবে এই গুঞ্জন শেষ পর্যন্ত গুঞ্জন রয়ে যায়।

বিদায়ে গুঞ্জনকে পাশ কাটিয়ে এখনো আর্জেন্টিনার জার্সিতে খেলে যাচ্ছেন মেসি। অন্যদিকে ২০২৬ বিশ্বকাপ শুরুর সময়ও ধীরে ধীরে এগিয়ে আসছে। তাই ২০২৬ বিশ্বকাপে তাকে দেখা যাবে কিনা, প্রায়ই এমন প্রশ্নের সম্মুখীন হচ্ছেন মেসি।

আরও পড়ুন:

» বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ দেখাবে যে টিভি চ্যানেল

» বাংলাদেশের বিপক্ষে দলের লক্ষ্যের কথা জানালেন জিম্বাবুয়ের কোচ 

এবার ‘সিম্পলি ফুটবলকে’ দেওয়া এক সাক্ষাৎকারে ২০২৬ বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন মেসি। বিশ্বকাপে খেলা নিয়ে কোনো লক্ষ্য স্থির না করলেও সময় হলেই জানিয়ে দেবেন নিজের সিদ্ধান্ত। নিজেকে বিশ্বকাপ দলে খেলার যোগ্য মনে হলেই খেলবেন তিনি। যে কারণে এ বছরটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন আর্জেন্টাইন অধিনায়ক।

তিনি বলেন, ‘আমি ২০২৬ বিশ্বকাপ খেলবো কি না সেই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য এই বছরটা খুবই গুরুত্বপূর্ণ। ২০২৬ বিশ্বকাপ খেলার ব্যাপারে আমি চিন্তা করছি। আমি ভাবছি আমি সেখানে খেলার মতো যোগ্য কি না। আমাকে সৎ থেকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।’

এছাড়া নিজের ক্যারিয়ারের পূর্ণতার কথা জানিয়ে মেসি বলেন, ‘বিশ্বকাপ ছাড়াই আমার ক্যারিয়ার শেষ হতে যাচ্ছিলো। তবে আমি শেষ পর্যন্ত তা জিতেছি। এটা আমার জীবনের সবকিছু। আমি বার্সেলোনায় থাকতে অসংখ্য ট্রফি জিতেছি। এটাও একটা দারুণ অনুভূতির বিষয়।’

৩৭ বয়সী মেসি ইন্টার মায়ামিতে দারুণ সময় পার করছেন। ২০২৫ মৌসুমে ১০ ম্যাচ খেলে ৮ গোলের পাশাপাশি ২ গোলে সহায়তা করেছেন। এই ছন্দ ধরে রেখে খেলা চালিয়ে যেতে পারলে ২০২৬ বিশ্বকাপেও হয়ত দেখা যাবে এই আর্জেন্টাইন মহাতারকাকে।

ক্রিফোস্পোর্টস/১৮এপ্রিল২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল