
আগামী রবিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ–জিম্বাবুয়ে প্রথম টেস্ট। সিলেটের উইকেট তুলনামূলক পেস সহায়ক হওয়ায় পেসারদের নিয়েই পরিকল্পনা সাজাচ্ছে দুই দল। তবে বাংলাদেশের পেসার বিশেষ করে নাহিদ রানার গতি নিয়ে আলাদা করে কিছু ভাবছে না সফরকারীরা। রানার গতিকে বোলিং মেশিনের সঙ্গে তুলনা করে খোঁচা মেরেছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার শন উইলিয়ামস।
আগামী পরশু শুরু হতে যাওয়া সিলেট টেস্টকে সামনে রেখে আজ আজ (শুক্রবার) জিম্বাবুয়ের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন উইলিয়ামস। এ সময় সিলেট টেস্ট নিয়ে তাদের প্রস্তুতি কথা জানান এই অলরাউন্ডার।
সিলেটের পিচ নিয়ে সন্তুষ্ট জিম্বাবুইয়ে। দলটিতে মুজারাবানি-এনগারাভার মতো পেসাররা থাকায় এই পিচ বেশি পেস সহায়ক হলেই খুশি হবেন এই ব্যাটার।
উইলিয়ামস বলেন, ‘আগে উইকেট ছিল স্পিন বান্ধব। তবে এবার অনেক ঘাস আছে, দেখে পেস বান্ধব উইকেট মনে হয়েছে। পরিসংখ্যান দেখলেও বুঝতে পারবেন, অধিকাংশ পিচই সিম বান্ধব। আমাদের দক্ষ কিছু বিশ্বমানের বোলার আছে। এনগারাভা-ব্লেসিং বেশ অভিজ্ঞ। এছাড়া ভিক্টর নিয়াচিও অনেক দক্ষ একজন বোলার। এছাড়া স্কোয়াডে ট্রেভর গোয়ান্ডুও আছে। তাই বলাই যায় লড়াইটা বেশ উত্তেজনাপূর্ণ হবে।’
আরও পড়ুন:
» পাকিস্তানকে হারালে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ, না হলে কী হবে?
» ২০২৬ বিশ্বকাপ খেলবেন কিনা জানালেন মেসি
সাম্প্রতিক বছরগুলোতে স্পিনারদের চেয়ে বাংলাদেশের পেসাররা অনেক ভালো করছেন। তাসকিন আহমেদ না থাকলেও হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদের মতো পেসাররা। তারা সাম্প্রতিক সময়ে বেশ ছন্দে আছেন। এছাড়া টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব।
তবে সব ছাপিয়ে চলে আসে নাহিদ রানার প্রসঙ্গ। বল হাতে ইতোমধ্যেই নিজের জাত চিনিয়েছেন এই গতি তারকা। এবার জিম্বাবুয়ের বিপক্ষে জ্বলে ওঠার অপেক্ষায় এই তরুণ। যদিও নাহিদকে নিয়ে আলাদা করে ভাবছে না জিম্বাবুয়ে। তার গতি নিয়েও চিন্তিত নয় অতিথিরা।
উইলিয়ামস বলেন, ‘এখনকার দিনে অনেকেই দ্রুতগতিতে বল করতে পারে। দুনিয়ায় শুধু একজন বোলারই জোরে বল করে না। আমরা এটার জন্য প্রস্তুত। আমাদের কাছে বোলিং মেশিন আছে, যা মানুষের চেয়ে দ্রুতগতিতে বল করে।’
আগামী রবিবার (২০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট মুখোমুখি হবে দুই দল। স্থানীয় সময় সকাল ১০ টায় শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/১৮এপ্রিল২৫/বিটি
