
আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বে উড়ন্ত শুরু পেয়েছিল বাংলাদেশ। টানা তিন জয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিতের পথ মসৃণ করে রেখেছিল টাইগ্রেসরা। তবে চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে ছন্দপতন হয় দলটির। এবার বাছাই পর্বের শেষ ম্যাচেও পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন।
আজ শনিবার (১৯ এপ্রিল) পাকিস্তানের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। লাহোর সিটি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ৩৯.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।
এদিন ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। দলীয় ২১ রানেই ৩ উইকেট হারায় তারা। ফারজানা হক রানের খাতা খোলার আগেই ফিরে যান। এছাড়া নিগার সুলতানা জ্যোতি ১ এবং দিলারা আক্তার ১৩ রান করে ফেরেন।
আরও পড়ুন:
» কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত শুরু
» নাহিদ রানার গতি নিয়ে জিম্বাবুয়ে তারকার খোঁচা
এরপর শারমীন আক্তার ও ঋতু মনি মিলে বিপত্তি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে ৬৫ রানের মাথায় শারমীন ফিরে গেলে ভেঙে যায় ৪৪ রানের জুটি। তার ব্যাট থেকে আসে ২৪ রান। এরপর পঞ্চম উইকেট জুটিতে নাহিদা আক্তারকে নিয়ে আরও ৪৪ রান যোগ করেন ঋতু। ১০৯ রানের মাথায় ফিরে যান নাহিদা। তার ব্যাট থেকে আসে ১৯ রান।
দলীয় ১৩৬ রানের মাথায় ফিরে যান ঋতুও। ২ রানের জন্য অর্ধশতক মিস করে প্যাভিলিয়নে ফিরে যান এই ব্যাটার। এরপর ফাহিমা খাতুনের অপরাজিত ৪৪ এবং অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে ১৭৮ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। পাকিস্তানের হয়ে ৩টি উইকেট নেন সাদিয়া ইকবাল। এছাড়া ফাতিমা সান ও দিয়ানা বাইগ ২টি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারে শাওয়ার জুলফিকারের উইকেট হারায় পাকিস্তান। মাত্র ২ রান করে ফেরেন এই ওপেনার। তবে প্রথম উইকেট হারানোর পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। মুনেবার আলীর ৬৯, আলিয়া রিয়াজের ৫২, সিদ্রা আমিনের ৩৭ রানে ভর করে সহজেই জয় তুলে নেয় দলটি। বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট পেয়েছেন মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খান।
এই হারে বাংলাদেশের নেট রান রেট কমে দাড়িয়েছে ০.৬৩৯। তবে এখনো বিশ্বকাপে খেলার সুযোগ আছে বাংলাদেশ। বাছাইপর্বে অপর এক ম্যাচে মুখোমুখি হওয়া ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ডের ম্যাচের পরেই জানা যাবে কোন দল বিশ্বকাপ খেলবে।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ নারী দল: ১৭৮/৯ (৫০ ওভার)
পাকিস্তান নারী দল: ১৮১/৭ (৩৯.৪ ওভার)
ফলাফল: পাকিস্তান নারী দল ৭ উইকেটে জয়ী
ক্রিফোস্পোর্টস/১৯এপ্রিল২৫/বিটি
