
টেস্ট ক্রিকেট এক নতুন রেকর্ড গড়লেন মুমিনুল হক। বাংলাদেশের ফিল্ডারদের মধ্যে সর্বোচ্চ ক্যাচ ধরার কীর্তি গড়েছেন এই তারকা। এতে পেছনে ফেলেছেন মেহেদি হাসান মিরাজকে।
সিলেট টেস্টের প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু পরও বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে ২৭৩ রানেই থামে জিম্বাবুয়ের ইনিংস। এদিন ফিল্ডিংয়ের সময় একটি ক্যাচ তালুবন্দি করেন মুমিনুল হক। আর তাতেই মিরাজকে ছাড়িয়ে বাংলাদেশের ফিল্ডারদের মধ্যে সর্বোচ্চ ক্যাচ ধরার কীর্তি গড়েছেন এই তারকা।
আগের দিন কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান তোলা জিম্বাবুয়ে আজ দিনের শুরুতেই উইকেট হারায়। ব্যাট করতে নেমে নাহিদ রানার ক্যাচ আউটের ফাঁদে প্যাভিলিয়নে ফেরেন কারান। শর্ট লেগে দাঁড়িয়ে থেকে তার ক্যাচটি তালুবন্দি করেন মুমিনুল হক।
আরও পড়ুন:
» সিলেট টেস্টে জিম্বাবুয়ের লিড, দ্বিতীয় দিন শেষে পিছিয়ে বাংলাদেশ
» নতুন ইনজুরিতে কতদিন মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে?
টেস্টে এখন পর্যন্ত ৪১টি ক্যাচ ধরেছেন মুমিনুল। এতদিন ৪০ ক্যাচ নিয়ে মিরাজের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি। তবে কারানের ক্যাচ ধরে একাই শীর্ষস্থান দখল করে নিয়েছেন এই তারকা।
এদিকে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ৮২ রানের লিডের পর দ্বিতীয় দিন শেষে ২৫ রানে পিছিয়ে বাংলাদেশ। দিনের শেষদিকে ব্যাট করতে নেমে ১৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ইনিংসের শুরুতেই ব্লেসিং মুজারাবানির শিকার হয়ে সাজঘরে ফেরেন সাদমান ইসলাম। তার ব্যাট থেকে আসে মাত্র ৪ রান।
ব্যাট হাতে জয় ৪২ বলে ২৮ এবং মুমিনুল ২৬ বলে ১৫ রান করে অপরাজিত আছেন। আগামীকাল তৃতীয় দিনের ব্যাটিং শুরু করবেন তারা। এই জুটিতে বড় স্কোরের লক্ষ্য নিয়েই খেলতে নামবেন এই দুই ব্যাটার।
ক্রিফোস্পোর্টস/২১এপ্রিল২৫/বিটি
