
সিলেট টেস্ট শুরুর দুদিন আগেই টাইগার পেসার নাহিদ রানার গতি নিয়ে খোঁচা মারেন জিম্বাবুয়ের অলরাউন্ডার শন উইলিয়ামস। এবার রানার সেই গতির প্রশংসা করলেন জিম্বাবুয়ের ওপেনিং ব্যাটার ব্রায়ান বেনেট।
নাহিদ রানাকে নিয়ে উইলিয়ামস বলেছিলেন, ‘এখনকার দিনে অনেকেই দ্রুতগতিতে বল করতে পারে। দুনিয়ায় শুধু একজন বোলারই জোরে বল করে না। আমরা এটার জন্য প্রস্তুত। আমাদের কাছে বোলিং মেশিন আছে, যা মানুষের চেয়ে দ্রুতগতিতে বল করে।’
তবে পরদিনই এর পাল্টা জবাব দেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, ‘নাহিদ যখন বল করবে, তখন আপনি ব্যাটারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বুঝতে পারবেন, যে নাহিদ রানা আসলে কত জোরে বল করে, কেন সে অন্যদের থেকে ব্যতিক্রম।’
আরও পড়ুন:
» সিলেট টেস্ট আমাদের নিয়ন্ত্রণে আছে : মিরাজ
» ভারতের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, সর্বনিম্ন বেতন ১ কোটি, সর্বোচ্চ কত?
অবশ্য শান্তর কথা রেখেছেন নাহিদ। প্রথম দিন বোলাররা উইকেটশূন্য থাকার পর দ্বিতীয় দিনের শুরুতেই দলকে প্রথম উইকেট এনে দেন রানা। দলীয় ৬৯ রানের মাথায় বেন কারানকে ফিরিয়ে বিপজ্জনক এই জুটি ভাঙেন তিনি।
এরপরই তুলে নেন দারুণ খেলতে থাকা ব্রায়ান বেনেটের উইকেট। নাহিদের গতির ফাদে পড়ে উইকেটের পেছনে জাকের আলীকে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার। পরবর্তীতে সংবাদ সম্মেলনে রানার গতির প্রশংসা করেছেন তিনি
বেনেট বলেন, ‘অবশ্যই তার বলে বেশ ভালো গতি আছে। আমি বল খেলার আগে ভালো করে দেখে নেই। আমার দিক থেকে কিছু গাফিলতি ছিল। যে কারণে আমি আউট হয়েছি।’
বেনেট ও কারানের উইকেটের পাশাপাশি জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেগ আরভাইনের উইকেটও নিয়েছেন নাহিদ। সবমিলিয়ে ১৮ ওভারে ৩ মেডেনসহ ৭৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন এই পেসার।
ক্রিফোস্পোর্টস/২১এপ্রিল২৫/বিটি
