Connect with us
ক্রিকেট

আল্লাহ না চাইলে বিশ্বকাপে জায়গা নিশ্চিত হতো না: জ্যোতি

Bangladesh womens team arriverd at Dhaka
বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী দল। ছবি- সংগৃহীত

আইসিসি নারী বিশ্বকাপের বাছাইপর্বে শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ। প্রথম তিন ম্যাচে টানা জয় নিয়ে বিশ্বকাপের মূল পর্বে এক পা দিয়ে রেখেছিলেন জ্যোতিরা। তবে শেষ দুই ম্যাচে হারার কারণে মূল পর্বে জায়গা পাওয়া নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। তবে ওয়েস্ট ইন্ডিজের সমান ৬ পয়েন্ট নিয়েও রান রেটে এগিয়ে থেকে পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেয়েছে টাইগ্রেসরা।

পাকিস্তানের মাটিতে নাটকীয় এক সফর শেষে বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরেছে বাংলাদেশের মেয়েরা। সোমবার (২১ এপ্রিল) বিকেলে দেশে ফিরেছে টাইগ্রেসরা। বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় জ্যোতিদের।

দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হন টাইগার অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এসময় টাইগ্রেস অধিনায়ক সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আল্লাহ না চাইলে বিশ্বকাপ খেলা হতো না বলে জানিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

আরও পড়ুন:

» রানার বলে আউট হয়ে গতির প্রশংসা করলেন ব্রায়ান বেনেট

» টেস্টে মুমিনুলের নতুন রেকর্ড, পেছনে ফেললেন মিরাজকে

জ্যোতি বলেন, ‘আমরা শুরুর দিকে ভালোই করেছিলাম। তাই শেষ দিকে আমাদের ওই সুযোগটা ছিল যে আমরা কোয়ালিফাই করতে পারব। প্রথম তিন ম্যাচে ভালো করার ফলে কিন্তু আমরা সুযোগ পেয়েছি। তবে শেষ দুইটা ম্যাচ ভালো করতে পারিনি। থাইল্যান্ডের রান দেখে মনে এতটুক বিশ্বাস ছিল যে তাদের টার্গেট ছিল হিউজ। কিন্তু এরপরও ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খেলেছে, আল্লাহ কপালে না রাখলে বিশ্বকাপে খেলার সুযোগ হতো না।’

বাছাইপর্বে জ্যোতিরা নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে যায়। এতে বাংলাদেশের নেট রানরেট কমে দাঁড়ায় ০.৬৩৯। অন্যদিকে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট ছিল ০.১০৬। শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারালে বাংলাদেশের সমান ৬ পয়েন্ট হতো ক্যারিবিয়ানদের।

থাইল্যান্ড আগে ব্যাট করে ৪৬.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে। নেট রান রেটে বাংলাদেশকে পেছনে ফেলতে হলে ওয়েস্ট ইন্ডিজকে জিততে হতো ১০ কিংবা ১১ ওভারেই। এতে ১০.১ ওভারের মধ্যে ১৬৭ রান করতে হতো উইন্ডিজকে। অথবা দুদলের স্কোর সমান হওয়ার পর চার মেরে জিতলে ১০.৪ ওভারে, আর ছক্কা মেরে জিতলে ১১ ওভারের মধ্যে জিতলেই বিশ্বকাপের টিকিট পেতো ক্যারিবিয়ানরা।

তবে ওয়েস্ট ইন্ডিজ ১৬২ রানে পর একাদশ ওভারে পঞ্চম বলে ৬ মেরে ম্যাচ জিতে নেয়। কিন্তু ছয়ের পরিবর্তে চার হলে এবং শেষ বলে ছয় মারলেই বিশ্বকাপ নিশ্চিত হতো ক্যারিবিয়ান মেয়েদের। তবে এমনটা না হওয়ায় নেট রান রেটে সামান্য ব্যবধানে এগিয়ে থেকেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়েছে জ্যোতিদের।

ক্রিফোস্পোর্টস/২১এপ্রিল২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট