
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ার-খেলোয়াড় বিতর্ক নতুন কিছু নয়। আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে খেলোয়াড়দের নিষিদ্ধ হওয়ার ঘটনা এর আগেও অনেকবার ঘটেছে। চলমান ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) ঘটেছে এমন ঘটনা।
আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে ২ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় তাওহীদ হৃদয়। তবে মোহামেডানের আপিলের পর এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। আর তাতেই ক্ষুব্ধ হয়ে বিসিবির চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বিসিবির চাকরি ছাড়তে চেয়ে বিসিবিতে পত্র দিয়েছেন বলেও জানা গেছে।
এই ঘটনার প্রেক্ষিতে আজ (বুধবার) আম্পায়ার সৈকতের সঙ্গে আলোচনায় বসেছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। এই বৈঠক শেষে সৈকতকে ঘিরে মিলেছে সুখবর। বিসিবির চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ার। তাছাড়া হৃদয়ের যে এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল সেটি নতুন করে বলবৎ হচ্ছে।
আরও পড়ুন:
» প্রথম বাংলাদেশি হিসেবে যে কীর্তি গড়লেন মিরাজ
» পারল না বাংলাদেশ, ৭ বছর পর জিম্বাবুয়ের কাছে টেস্টে হার
বৈঠক শেষে ইফতেখার রহমান দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘ আমরা তাকে (সৈকত) পুরো বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি এবং ও তার অবস্থান থেকে সরে এসেছে।’
নিয়ম অনুযায়ী কেবল সিসিডিএম বা সিসিডিএমের টেকনিক্যাল কমিটিই কারো শাস্তি কমানো বা মওকুফের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু হৃদয়ের শাস্তি কমানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল আম্পায়ার্স কমিটি। আর নিয়ম না মেনে সিদ্ধান্ত নেওয়ার কারণে ক্ষুব্ধ হন সৈকত।
নতুন করে হৃদয়ের নিষেধাজ্ঞার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। তবে বোর্ড সূত্রে জানা গেছে, হৃদয়কে নতুন করে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে বিসিবি।
গত ১২ এপ্রিল মিরপুরে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সঙ্গে মোহামেডানের ক্রিকেটারদের তর্কে জড়ানোর ঘটনাটি ঘটে। আবাহনীর ব্যাটিংয়ের সময় এবাদতের একটি বল মিথুনের প্যাডে আঘাত হানলে আউটের জোরাল আবেদন করেন মোহামেডানের ক্রিকেটাররা। তবে তাতে সাড়া দেননি অনফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ।
তবে আম্পায়ারের এমন সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি মোহামেডানের ক্রিকেটাররা। সেই সময় আম্পায়ারের কাছে ছুঁটে এসে তর্কে জড়ান মোহামেডান অধিনায়ক হৃদয়। তখন ক্রিকেটারদের শান্ত করতে এগিয়ে আসেন লেগ আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। তখন তার সঙ্গেও তর্কে জড়ান হৃদয়। এ ঘটনায় দুই ম্যাচে নিষেধাজ্ঞার পাশাপাশি ৪ ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন এই ব্যাটার।
ক্রিফোস্পোর্টস/২৩এপ্রিল২৫/বিটি
