Connect with us
ফুটবল

সেই ফাহমিদুলকে দলে নিতে এবার পজিটিভ কোচ কাবরেরা!

Fahmidul kabrera
ফাহমিদুলকে দলে নিতে এবার পজিটিভ কোচ কাবরেরা

কতই না জল ঘোলা হলো! কিন্তু শেষমেষ ঠিকই আশার বাতি জ্বললো। এমনটাই হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরার বেলায়। জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে ইতালি থেকে ডেকে এনেছিলেন ফাহমিদুল ইসলামকে। কিন্তু শেষ মুহূর্তে তাকে বাদ দেন। যা নিয়ে শুরু হয় তোলপাড়। তবে এবার তিনি রাজি হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন- বাফুফের সদস্য আমিরুল ইসলাম বাবু।

এশিয়ান কাপে গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছিল। ম্যাচটি জেতার মতো যথেষ্ট সুযোগ পেয়েছিল। কিন্তু ম্যাচ জিততে না পারাটা ছিল ব্যর্থতা। গতকাল অনুষ্ঠিত জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির মিটিংয়ে কোচ হ্যাভিয়ের কাবরেরা এবং সহকারী কোচ হাসান আল মামুনকে আমন্ত্রণ করে ডাকা হয়েছিল।

BFF FAhmidul

সৌদি আরবে ক্যাম্পে আসায় ফাহমিদুলকে বরণ করে নিয়েছিলেন কাবরেরা।

সেখানে কোচকে ভারত-বাংলাদেশ ম্যাচের বিষয়ে প্রশ্ন রাখা হয়েছিল। ব্যর্থতা নিয়ে কথা উঠেছিল। তার কাছে বেশ কিছু প্রশ্নের উত্তর চাওয়া হয়েছিল বলে সভা শেষে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বাফুফের সদস্য আমিরুল ইসলাম বাবু। ম্যানেজার আমের খানের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর আরো খোলাখুলিভাবে আলোচনা হবে।


আরও পড়ুন:

»  পিএসএলে রিশাদ হোসেনদের ম্যাচসহ আজকের খেলা (২৪ এপ্রিল ২৫)

» জিম্বাবুয়ের কাছে হারের দায় নিজের কাঁধে নিয়ে যা বললেন শান্ত


আগামী ১০ জুন দ্বিতীয় ম্যাচ ঢাকায়, সিংগাপুরের বিপক্ষে। সেই ম্যাচ নিয়ে কী পরিকল্পনা করছেন কোচ, সেটিও জানতে চাওয়া হয়। ইতালির বাংলাদেশি বংশোদ্ভূত ফাহমিদুল ইসলামকে জাতীয় দলে নেওয়া যায় কি না, বাফুফে মত দিয়েছে। কোচ সভায় কী জানিয়েছেন? বাবু বলেন, ফাহমিদুলকে নেওয়ার ব্যাপারে কোচ পজিটিভ।

Fahmidul in field

এবার হয়তো জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে ফাহমিদুলকে।

আরেক সদস্য ইকবাল হোসেন জানিয়েছেন, কোচ নাকি বলেছেন ফাহমিদুল খেলতে পারে, তাকে ডাকা হতে পারে। সে অনূর্ধ্ব-২৩ দলেও খেলতে পারবে, সুযোগ আছে। ৩১ এপ্রিল ন্যাশনাল টিম কল করা হবে। সেখানে ফাহমিদুলকে ডাকা হবে।

Fahmidul

জামাল ভূঁইয়া, তারেক কাজীদের সাথে ক্যাম্পে ফাহমিদুল।

ফাহমিদুলকে সিংগাপুরের বিপক্ষে ডাকা হবে কি না, সেটা আদৌ পরিষ্কার নয়। যারা সভায় কথা বলেছেন, তারা নিজে সামনে না এসে আমিরুল ইসলাম বাবুকে সংবাদ মাধ্যমে কথা বলতে পাঠিয়েছেন, কিন্তু তিনি পরিষ্কার করে বলতে পারেননি। তার কথায় মনে হয়েছে, বাফুফে ফাহমিদুলকে জাতীয় দলে ডাকতে বলেছে।

১০ জুনের ম্যাচের আগে ৫ জুন একটি প্রস্তুতি ম্যাচ হবে ঢাকায়। ভুটান, সুদানসহ তিনটি দেশের সঙ্গে কথা হচ্ছে। সুদান এগিয়ে রয়েছে বলে জানা মিডিয়া কমিটির চেয়ারম্যান বাবু।

ক্রিফোস্পোর্টস/২৪এপ্রিল২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল