
ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ক্যাম্পে নাটকীয়ভাবে যোগ দেওয়া ও সেখান থেকে বাদ পড়া নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া ফাহামিদুল ইসলাম এবার ফিরছেন জাতীয় দলের ক্যাম্পে। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে শুরু হতে যাওয়া ক্যাম্পে তাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ন্যাশনাল টিমস কমিটি।
ইতালির সেরি ‘ডি’ লিগে খেলা ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ঘিরে শুরু থেকেই আগ্রহ ছিল দলের কোচ হাভিয়ের কাবরেরার। তবে ভারত ম্যাচের ক্যাম্পে যোগ দেওয়ার পর হঠাৎই তাকে বাদ দেওয়া নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তখন কাবরেরা বলেছিলেন, আমি তাকে দলে নিয়েছি, আমিই তাকে বাদ দিয়েছি।
তার যুক্তি ছিল, ভারতের বিপক্ষে ম্যাচের জন্য অন্যান্য খেলোয়াড়রা তুলনামূলকভাবে বেশি প্রস্তুত ছিলেন।
আরও পড়ুন:
» সেই ফাহমিদুলকে দলে নিতে এবার পজিটিভ কোচ কাবরেরা!
» পিএসএলে রিশাদ হোসেনদের ম্যাচসহ আজকের খেলা (২৪ এপ্রিল ২৫)
ফের সুযোগ পাচ্ছেন ফাহামিদুল
বুধবার ন্যাশনাল টিমস কমিটির বৈঠক শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানান, কোচ কাবরেরার সঙ্গে আলোচনা করেই ফাহামিদুলকে ক্যাম্পে রাখার সিদ্ধান্ত হয়েছে।
আমিরুল বলেন, মিটিংয়ে কোচ কাবরেরা উপস্থিত ছিলেন। ভারত ম্যাচ নিয়ে নানা বিষয় আলোচনার পাশাপাশি সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে ভালো করার জন্য কোচকে কিছু পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ফাহামিদুলকে দলে ভেড়ানো নিয়ে আমরা আলোচনা করেছি। ফিফার অনুমতিসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সে সময়ই সেরে নেওয়া হয়েছিল, তাই এবার নতুন করে কোনো জটিলতা নেই। তার বাংলাদেশের হয়ে খেলতে কোনো বাধা ছিল না, এখনও নেই।
বিদেশি খেলোয়াড় নিয়ে ইতিবাচক অবস্থান
ফাহামিদুল ছাড়াও আলোচনায় রয়েছেন সামিত সোম ও কিউবা মিচেলের মতো বিদেশে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা। এ বিষয়ে আমিরুল বলেন, যেসব বিদেশি খেলোয়াড় বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী এবং কোচ যদি তাদের প্রয়োজন মনে করেন, তাহলে ফেডারেশনের পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না। খেলোয়াড়ের ক্লাব থেকে প্রয়োজনীয় ছাড়পত্র ও আনুষ্ঠানিকতা থাকলেই সমস্যা হবে না।
প্রীতি ম্যাচ ও দল ঘোষণা
ক্যাম্প শুরুর পর আগামী ৫ জুন একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে বাফুফের। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে সুদান, ভুটান ও সাইবেরিয়ার নাম শোনা গেলেও, সুদানকেই এগিয়ে রাখছে কমিটি। দলের চূড়ান্ত স্কোয়াড ৩১ মে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আমিরুল ইসলাম।
ক্রিফোস্পোর্টস/২৪এপ্রিল২৫/এসএ/এজে
